Viral: গাছের ডাল জড়িয়ে ফনা তুলছে তিন বিশালাকার কালো রঙের কোবরা সাপ, বিদ্যুতের গতিতে ভাইরাল ছবি
কালো রঙের তিনটি গোখরো সাপ ফণা তুলে একই জায়গায় একটি গাছের সাথে পেঁচিয়ে আছে। তারা কোনো জায়গায় চলাফেরা করছে না। প্রথমে দেখলে মনে হবে যেন তারা একভাবে আপনাকেই দেখে চলেছে।

Black Cobra Viral Photo: সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন সাধারণ মানুষের কাছে সাপের বিভিন্ন ভিডিও সামনে আসে। যে কারণে সাপেদের সম্পর্কে মানুষ জানতে পেরেছে ও শিখেছে। আগে সাপ বলতেই মানুষ আঁতকে উঠতেন তবে সময়ের সাথে সাথে এখন সাপ ব্যাপার নিয়ে অনেকটাই অভ্যস্থ হয়ে গেছে। সাপেদের বিভিন্ন কার্যকলাপ এখন ভাইরাল (Viral) হয় যেমন সম্প্রতি তিনটি গোখরো সাপের (Cobra Snake) কার্যকলাপ দেখে হতবাক নেট দুনিয়া।
দেখা গেল কালো রঙের তিনটি গোখরো সাপ ফণা তুলে একই জায়গায় একটি গাছের সাথে পেঁচিয়ে আছে। তারা কোনো জায়গায় চলাফেরা করছে না। প্রথমে দেখলে মনে হবে যেন তারা একভাবে আপনাকেই দেখে চলেছে। দারুন সুন্দর অথচ বিরল এই দৃশ্য দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। IFS Susanta Nanda ছবিটি তার টুইটারের সাহায্যে শেয়ার করেছেন।
Blessings…
When three cobras bless you at the same time.
🎬:Rajendra Semalkar. pic.twitter.com/EZCQTumTwT— Susanta Nanda IFS (@susantananda3) November 16, 2021
হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। সবাই এই দৃশ্য অপূর্ব সুন্দর ও স্পেশাল বলেছে। এই ধরণের দৃশ্য আগে অনেকেই দেখেননি তা কমেন্ট করে জানিয়েছেন। সাড়ে চার হাজার লাইক ও ৪২৫ বার রি-টুইট করা হয়েছে সুশান্ত বাবুর পোস্ট। আপনিও সুন্দর ও বিরল এই দৃশ্য দেখে নিন খুব তাড়াতাড়ি।