×
Viral News

দড়ির মতো অবাক করা গিঁট পাকানো সাপ! ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

সাপের দেহ দড়ির মতো হলেও, তা যে গিঁট পাকিয়ে যেতে পারে তা কল্পনাতেও কেউ ভাবতে পারে না। কিন্তু সোশ্যাল মিডিয়া যে প্রতিবারই সবাইকে অবাক করে তা স্পষ্ট।

দিনে দুপুরে সোশ্যাল মিডিয়াতে সাপেদের ভিডিও দেখা কিছু অবাক নয়। এখন হাজার হাজার ভিডিও মুহূর্তেই আমাদের সামনে চলে আসে। সাপ দেখলে নেটিজেনদের ভয় লাগে অবশ্যই। কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। যে কারণে এবার সাপের এমন এক ভয়ঙ্কর দৃশ্য সামনে আসলো যা দেখে চোখ কপালে উঠবে আপনার।

দেখা গেল একটি সাপ দড়ির মতোই গিঁট পাকিয়ে গেছে। হ্যাঁ আপনাদের মতোই সবাই দেখার সাথে সাথে বলেছে তা আবার হয় নাকি। সাপের দেহ দড়ির মতো হলেও, তা যে গিঁট পাকিয়ে যেতে পারে তা কল্পনাতেও কেউ ভাবতে পারে না। কিন্তু সোশ্যাল মিডিয়া যে প্রতিবারই সবাইকে অবাক করে তা স্পষ্ট। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এক ব্যক্তি সমাজ মাধ্যমে এই ছবিটি শেয়ার করেছেন।

দড়ির মতো অবাক করা গিঁট পাকানো সাপ! ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় -

শুধু তাই নয় তিনি ক্যাপশনের মাধ্যমে জানিয়েছেন গিট পাকিয়ে যাওয়ার ফলেই সেই সাপের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এমন একটা দৃশ্য দেখে পুরোপুরি চমকে গিয়েছিলেন তিনি নিজেও। কিন্তু আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের বিজ্ঞানীরা জানিয়েছেন ‘ইনক্লুসন বডি ডিজিজ’ নামের একধরণের সাপেদের রোগ আছে। ভাইরাস ঘটিত এই রোগ স্নায়ুতন্ত্র অকেজো করে শরীরে গিঁট পাকিয়ে যায়। অজগর, পাইথন ও বোয়া এই ধরণের সাপেদের এই রোগ হয় আর যার ফলে এই রোগ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

আবার সাপেরা শিকার করার সময় তার শিকার কে নিজের শরীর দিয়ে শক্ত করে চেপে ধরে রাখে। সেই সময় বেকায়দা তাদের শরীরে গিট পেঁচিয়ে যেতে পারে। আর তার থেকেই ঘটতে পারে এমন ঘটনা। কিন্তু এই ক্ষেত্রে কি কারণে এমনটা হয়েছে তা জানা সম্ভব হয়নি। যদিও সাপটিকে দেখলে আপনি বুঝতে পারবেন কোনো লড়াইয়ের চিহ্ন দেখতে নেই। আর তার থেকেই বোঝা যাচ্ছে হয়তো এই সাপটির মৃত্যু হয়েছে রোগের কারণেই।