Viral News

2500 সালে জলের তলায় তলিয়ে যাবে কলকাতা! ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজের এহেন ছবি দেখে হাঁ নেটিজেনরা

ব্যস্ততম শহর কলকাতা। সারাক্ষণ কেবলই গাড়ির হর্নের শব্দ। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া প্রত্যেককেই নিত্যদিন সম্মুখীন হতে হয় ট্রাফিক জ্যামের। হাওড়া স্টেশনে প্রতিদিন ভিড় জমান কয়েক লাখ মানুষ। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সেই ছবিটা। জলের তলায় চলে গেল আপনার আমার সকলের প্রিয় শহর কলকাতা। সবুজ শ্যাওলার আস্তরণ দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালে! সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল ঘুরে বেড়াচ্ছে সেই ছবি। হঠাৎ করে হলটা কী? এই প্রশ্নই জেগেছে আমজনতার মনে।

তিলোত্তমার এমন ছবি দেখে রীতিমত আঁতকে উঠলেন শহরবাসি। তবে কী পরিবেশবিদদের আশঙ্কা সত্যি হয়ে গেল? রাতারাতি বদলে গেল শহর কলকাতার চিত্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন সবই চলে গেছে জলের তলায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি কিংবা অটো রিক্সাও চলে গিয়েছে জলের তলায়। কোথা থেকে উৎপত্তি হল জনমানবহীন কলকাতার ছবি?

হ্যাঁ ঠিকই ধরেছেন, সোশ্যাল মিডিয়ার দৌলতেই চেনা তিলোত্তমার ছবিটি সম্পূর্ণ বদলে গিয়েছে। হলুদ ট্যাক্সি থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সবই চলে গিয়েছে জলের তলায়। কোথাও দেখা পাওয়া গেল না মানুষের। জলের অতল গভীরে জরাজীর্ণ আগাছায় ভরে গিয়েছে গোটা শহর। নেটদুনিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই হতবাক আট থেকে আশি সকলেই।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন চমকপ্রদ ছবি তৈরি করে চলেছেন শিল্পীরা। কাল্পনিক হলেও এই ছবিগুলি অবাক করে দেয় সকলকে। আগামী দিনে শহর কলকাতা যদি জলের তলায় চলে যায় তাহলে ঠিক কেমন দেখতে লাগবে প্রিয় শহরকে সেই রূপ দিলেন শিল্পী অপূর্ব রায়। নিখুঁতভাবে সম্পূর্ণ বিষয়টি তিনি ফুটিয়ে তুলেছেন। সায়েন্স সিটি, রবীন্দ্র সরোবর, শিয়ালদহ স্টেশন সহ তিলোত্তমার বেশ কিছু পরিচিত জায়গা স্থান পেয়েছে সেই ছবিতে। জনমানবহীন কলকাতার ভয়াবহ চিত্র দেখে চমকে উঠেছেন সাধারণ।

উল্লেখ্য, গতবছরেই সাংবাদিক সাক্ষাৎকারে ভূতত্ত্ববিদ সুজীব কর দাবি করেছিলেন, আগামী 12 বছরের মধ্যে শহর কলকাতার বেশ কিছু অংশ চলে যেতে পারে জলের তলায়। তাঁর মতে, দিনের পর দিন জলস্তর ক্রমশই বাড়ছে আর এতেই বিপদে পড়তে পারে শহর কলকাতা। আসলে মহানগরের বেশিরভাগ অংশই নরম মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই জলস্তর বাড়তে থাকলে নড়বড়ে হয়ে যাবে মাটি আর এতেই ধ্বসে পড়তে পারে শহরের একটা বড় অংশ। আর তারপরেই ঘটে গেল এমন ঘটনা। জলের তলায় কলকাতাকে দেখে ঘুম উড়েছে শহরবাসীর।