Viral News

কেজরিওয়াল থেকে মমতা, ছোট বেলায় কেমন দেখতে ছিলেন মুখ্যমন্ত্রীরা! AI-র বানানো ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া

সুন্দর করে আঁচড়ানো চুল। মুখে একগাল হাসি। ছোট্ট মমতাকে চেনাই দায়। অন্যদিকে ছোটবেলা থেকেই গেরুয়া বস্ত্র পরেন যোগী আদিত্যনাথ। কিন্তু হঠাৎ করে কোথা থেকে উৎপত্তি হল দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের ছোটবেলার ছবি? তাহলে কী তারা নিজেরাই নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন সেই ছবি? নাকি ঘটেছে অন্য ঘটনা? জেনে নিন বিস্তারিত।

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যোগী আদিত্যনাথ। তালিকায় রয়েছেন দেশের আরো অনেক মুখ্যমন্ত্রী। কিন্তু তারা সকলেই হয়ে গিয়েছেন বাচ্চা। কীভাবে সম্ভব? প্রযুক্তির অভিধানে অবশ্য না শব্দটি একেবারেই প্রচলিত নয়। আর সে কারণেই তো মুখ্যমন্ত্রীদের ছোটবেলার ছবি চলে এলো সকলের সামনে। তাহলে চলুন সম্পূর্ণ বিষয়টা খোলসা করে বলা যাক। মুখ্যমন্ত্রীদের ছোটবেলার ছবি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে।

এআই এর দৌলতে দিব্যি প্রত্যেক মুখ্যমন্ত্রীরা হয়ে গিয়েছেন ছোট। ইতিমধ্যেই এই ছবিগুলোর ব্যাপক সাড়া ফেলেছে নেটপাড়ায়। এই কারসাজির পেছনে রয়েছেন বাংলার যুবক শেখ মহাম্মদ আবু শাহিদ। মিডজার্নি নিয়ে কাজ করে ডিজিটাল ক্রিকেটার হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শাহিদ। এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে তাক লাগাচ্ছেন। এবার তার হাতের জাদুতে হঠাৎ করেই বয়স কমে গিয়ে বাচ্চা হয়ে গেলেন দেশের মুখ্যমন্ত্রীরা।

প্রযুক্তির ব্যবহারে প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে উঠছে। মানুষ এই প্রযুক্তিকে এমন জায়গায় নিয়ে গেছেন যে বর্তমান তো বটে অতীত এমনকি ভবিষ্যতকেও সহজেই তুলে ধরা সম্ভব হচ্ছে সাধারণের সামনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তো এ কথা না স্বীকার করলেই নয়। আর সেই শিল্পকর্ম বাকরুদ্ধ করে দিয়েছে আমজনতাকে। সম্প্রতি আবারও মিলল সেই প্রমাণ।