3000 সালে পাল্টে যাবে পুরো কলকাতা! রবীন্দ্র সরোবর থেকে হাওড়া ব্রিজের এহেন ছবি দেখে হাঁ নেটিজেনরা
Kolkata In Future: অচেনা কলকাতা, AI এর দৌলতে বদলে গেল হলুদ ট্যাক্সি থেকে বাস

হাওড়া ব্রিজ থেকে বিশ্ববাংলা গেট কিংবা শিয়ালদা স্টেশন থেকে রবীন্দ্র সরোবর। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। রাতারাতি যেন অনেকটা বদলে গেল শহর কলকাতা। চেনা তিলোত্তমার হলুদ ট্যাক্সি হয়ে গিয়েছে আপডেটেড। সেভাবে দেখাই পাওয়া গেল না সাধারণ মানুষের। এ কোন কলকাতা! দেখলে যেন বিশ্বাস হবে না নিজের চোখকেও। সম্প্রতি মহানগরের এমনই বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে অবাক হয়ে গিয়েছেন 8 থেকে 80।
কলকাতা মানেই কর্মব্যস্ততা। কিন্তু কালীঘাট মন্দির থেকে প্রিন্সেপ ঘাট। অথবা পার্ক স্ট্রিট থেকে নিকোপার্ক। তালিকার রয়েছে কলকাতার আরো বেশ কিছু পরিচিত স্থান। সবটাই যেন নিজেদেরকে বদলে ফেলেছে। মানুষের দেখা পাওয়া গেলেও তা মাত্র হাতে গোনা কয়েকজন। এও কী সম্ভব? প্রযুক্তির অভিধানে হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না ‘অসম্ভব’ শব্দটি। আর সে কারণেই তো শহর কলকাতার এমন অচেনা ছবি চলে এসেছে আমাদের সামনে।
আসলে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে প্রায়ই বিভিন্ন চমকপ্রদ ছবি তৈরি করে ফেলছেন শিল্পীরা। মাঝেমধ্যে এমন বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে যা রীতিমতো অবাক করে দেয় আমাদের। এবারেও হলো না তার অন্যথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি ছড়িয়ে পড়েছে তার নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।
ফেসবুকে শেয়ার করা ছবিগুলিতে ফুটে উঠেছে 3000 সালে কলকাতাকে দেখতে কেমন লাগবে সেই ছবি। AI এর কল্পনায় নিখুঁত এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এমন কাজ করে ফেলেছেন শিল্পী অপূর্ব রায়। আসলে বিগত কয়েকদিন আগেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তুলে ধরেছিলেন জলের তলায় তলিয়ে যাওয়া কলকাতার ছবি। আর তারপরের পরিস্থিতিটা কেমন হতে পারে এবার সেই কাজটাই করে দেখালেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল ছবিগুলি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।