×
Viral VideoEntertainmentVideo

‘আমি কারাগারে বন্দি, আমার ফাঁসি হবে!’, ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর আগের শেষ ভিডিও

‛আমার ফাঁসি হবে! এখন আমি কারাগারে বন্দি’। এমনই একটা ভিডিওই ছিল অমিতের (Amit Mandal) করা শেষ ভিডিও। অমিতের মৃত্যুর পর ভাইরাল সেই ভিডিও। আশাকরি অমিত মন্ডলকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই গত কয়েকদিনে তাঁকে না চেনা মানুষটাও চিনে ফেলেছেন। বিশেষভাবে সক্ষম অমিত নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে আজ একজন ইউটিউবার হয়ে উঠেছিলেন।

'আমি কারাগারে বন্দি, আমার ফাঁসি হবে!', ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর আগের শেষ ভিডিও -

সে কখনও চায়নি তার পরিচয় হোক বিশেষভাবে সক্ষম এই পরিচয়ে। আর তাইতো নিম্নবিত্ত পরিবারে বড় হওয়া এই অমিত নিজের চেষ্টায় লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছিলেন। রোজের জীবনের কিছু কিছু বিশেষ মুহূর্ত সে তুলে ধরতো তার ইউটিউব চ্যানেল ‛মাই লাইফ অমিত মন্ডল’-এ। বর্তমানে তার ইউটিউবার সাবক্রাইবের সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার। ছোট থেকে অভাবের মধ্যেই ছিল অমিতের দিনযাপন।

'আমি কারাগারে বন্দি, আমার ফাঁসি হবে!', ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর আগের শেষ ভিডিও -

কিন্তু তারমধ্যেও নিজের চেষ্টায় বড় হওয়ার স্বপ্ন দেখেছিল অমিত। কিন্তু সেই সব স্বপ্ন নিভে গেল এক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার বিকেলে ২২ বছর বয়সী ইউটিউবার অমিত ও তার দুই বন্ধু মিলে স্কুটিতে করে যাচ্ছিলেন। আর সেইসময় এক ভয়াবহ দুর্ঘটনায় আহত হয় অমিত। তড়িঘড়ি তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতলে।

'আমি কারাগারে বন্দি, আমার ফাঁসি হবে!', ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর আগের শেষ ভিডিও -

কিন্তু অবশেষে হলনা শেষরক্ষা। মাত্র ২২ বছর বয়সেই প্রাণ হারাতে হল এই ইউটিউবারকে। তার শেষ ভিডিও ছিল আলিপুর মিউজিয়ামে। যেটি কিনা আসলে ছিল আলিপুর সেন্ট্রাল জেল। সেই ভিডিওতে অমিত আলিপুর সেন্ট্রাল জেলের ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে থাকা বহু স্বাধীনতা সংগ্রামীদের জীবনের ইতিহাস, এমনকি তাঁদের জেলে কাটানোর নানান কথাও তুলে ধরেছিলেন। আর সেখানেই জেলে ঢুকে ও ফাঁসির মঞ্চে গিয়ে অমিতকে বলতে শোনা গিয়েছিল যে, ‛আমার ফাঁসি হবে! এখন আমি কারাগারে বন্দি’।

তখনও ছেলেটির জানা ছিলনা এটাই তার জীবনের করা শেষ ভিডিও হতে চলেছে। তাঁর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মাঝে।