VideoViral Video

প্রেমিকাকে ইম্প্রেস করতে বিমানবন্দরে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব যুবকের, তুমুল ভাইরাল ভিডিও

বিমানবন্দরের মধ্যেই একেবারে হাঁটুগেড়ে ফিল্মি স্টাইলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন যুবক! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। মূলত এসব দৃশ্য আমরা সিনেমার পর্দায় দেখে থাকি। কিন্তু যখন এসব কিছু বাস্তবে ধরা দেয় তা দেখে খানিকটা অবাক লাগে বৈকি। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পর্দায় হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তারমধ্যে কিছু কিছু ভিডিও আছে যা মন ছুঁয়ে যায়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি তেমনই একটি ভিডিও।

ঘটনাটি ঘটেছে অকল্যান্ডের বিমানবন্দরে। যেখানে একজন যুবক তার প্রেয়সীকে এমনভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন যা দেখে অবাক সকলেই। ওই যুবকের নাম যশ রাজ (Yash Raj)। আর তার বান্ধবীর নাম রিয়া শুক্লা (Riya Sukla)। ব্যস্ত বিমানবন্দরের মধ্যেই ওই যুবক যেভাবে তার ভালোবাসা তুলে ধরেছেন তার থেকে আরও একবার স্পষ্ট হল যে, প্রেম মানে না কোনো কিছুই। বলতে গেলে ওই যুবকের প্রেম ও আবেগের অনুভূতি সকলকে রীতিমতো মুগ্ধ করেছে।

মেয়েটি কিছু বোঝার আগেই ওই যুবক তার পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের ভিতর চলে আসে। আর তারপরই বলিউডি স্টাইলে তার প্রিয়তমা রিয়াকে প্রশ্ন করেন ‛তুমি কি আমায় বিয়ে করবে?’। ওদিকে পরিবারের লোকজন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। যদিও তাতেও বিভিন্ন প্রেমকাহিনী লেখা। এরপরই ওই যুবক হাঁটু গেড়ে বসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন।

এমন একটা পরিবেশে ওই যুবকের এমন একটি প্রস্তাব মেয়েটি কোনোভাবেই ফিরিয়ে দিতে পারেননি। বরং মেয়েটির চোখ-মুখ তখন খুশিতে জ্বলজ্বল করছিল। যথারীতি একে অপরকে জড়িয়েও ধরেন। এমনকি অবশেষে কেক কেটে হয় সেলিব্রেশন। যথারীতি এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বহুমানুষ আবেগে ভেসেছেন। আপনিও কি চাইছেন আপনার প্রেয়সীকে এমন একটি সারপ্রাইজ দিতে? তাহলে আর দেরি কিসের? সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।