চোখে সানগ্লাস, মুখে মেকাপ! শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখিয়ে চরম ট্রোলের মুখে যুবতী, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় অবদান বেশ অনেকখানি। কেননা, এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই বহু মানুষ পাচ্ছেন পরিচিত। আর পরিচিতি তাদের এমন মাত্রায় নিয়ে যাচ্ছে যে, যা সেলেবদের থেকে কিছু কম নয়। এছাড়াও এই সোশ্যাল মিডিয়ায় হাত ধরেই বহু মানুষ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পেয়েছেন। আর তাইতো এখন ঘরে ঘরে সব ব্লগার ও ইউটিউবার।
প্রতিদিনের জীবনের খুঁটিনাটি তারা তুলে ধরেন এই ভিডিওর মধ্যে দিয়ে। আর সেটা দেখিয়েই তারা জনপ্রিয়তা পান। দিনে দিনে বেড়ে চলে সাবসক্রাইবারের সংখ্যা। আর জানেনই তো যতবেশি সাবসক্রাইবার তত বেশিই টাকা। আর এই টাকার নেশায় পাগল হয়ে এখন মানুষজন যে কেউই যেকোনো ভিডিও বানিয়েই ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে। আদতে সেটায় কোনো কন্টেন্ট আছে কিনা তার ভ্রূক্ষেপ নেই লেশমাত্র।
সত্যি কথায় বলতে গেলে যুব সমাজ ভুলতে বসেছে কোনটা আসলে কন্টেন্ট হওয়া উচিত আর কোনটা কন্টেন্ট হওয়া উচিত নয়। সম্প্রতি এই নিয়েই চর্চায় উঠে এসেছেন এক তরুণী। ওই মেয়েটির নাম সুমি রায়। নিজেকে একজন ব্লগার বলেই দাবি করেছেন ওই তরুণী। তার ফলোয়ার্স সংখ্যাও বেশ ভালোই আছে। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু সম্প্রতি মেয়েটির করা একটি ভিডিও ঘিরে রীতিমতোন হইহই রব উঠেছে নেটমাধ্যম জুড়ে।
ভিডিওর ক্যাপশনেই লেখা শ্রাদ্ধ বাড়ির ব্লগ। সঙ্গে হাসির ইমোজি দেওয়া। কিন্তু কি আছে ওই ভিডিওতে? চলুন তবে জেনে নেওয়া যাক। ভিডিওর শুরুতেই নিজের ড্রেস সহ মেকআপ করতে দেখা যায় ওই তরুণীকে। এরপর পরিবারের সঙ্গে আলাপ পর্ব সেরে নেয়। আর তারপরই টোটো চেপে তরুণী পৌঁছে যায় ওই শ্রাদ্ধ বাড়িতে। এরপর সেখানে গিয়ে পাঁপড় ভাজা থেকে শুরু করে সে কি কি খেল সবকিছুই তুলে ধরে ওই ব্লগের মাধ্যমে।
View this post on Instagram
বিশেষ করে শ্রাদ্ধ বাড়ি উপলক্ষে তার ড্রেস দেখে অবাক হয়েছেন সকলেই। তাকে দেখে বোঝার উপায় নেই যে, সে আদতে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে নাকি কোনো পার্টিতে যাচ্ছে। যথারীতি এই ভিডিও ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি। অনেকেই ওই যুবতীর কাজের তুমুল নিন্দা করেছেন। আবার কেউ কেউ তো ট্রোল করতেও ছাড়েননি। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ওই ব্লগ ও ব্লগার।