ডোলা রে, নৌকার ওপর লাল পাড় সাদা শাড়ি পরে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Beautiful Girl Dance Video: প্রতিভার বিকাশ যেন সোশ্যাল মিডিয়া খুললেই ভেসে ওঠে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মাধ্যমে মোবাইলে অহরহ ভিডিও চলে আসে আমাদের সামনে। তার মধ্যেই লুকিয়ে থাকে নাচ, গান, অভিনয়, কমেডি এবং আরও অনেক কিছু। সুন্দরী যুবতীদের তার মধ্যে বেশ কিছুটা বেশি কদর আছে। তাদের নাচ-গান দুর্দান্ত ভালোলাগে দর্শকদের। যে কারণেই আবারো একবার সুন্দরী এক যুবতীর নাচ হয়ে উঠেছে ভাইরাল (Viral)।
ইনস্টাগ্রামের মাধ্যমে তার নাচের ভিডিও সামনে এসেছে। তবে ষ্টুডিও বা খোলা মাঠে নয় বরং মেয়েটি নাচ করেছে ছোট নৌকার উপরে। হ্যাঁ জলের উপরে ভেসে আছে নৌকা কার্যত তার জন্যই বেশ কিছুটা দুলছে সেটা। আর তার উপরেই দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ করে মাতালেন সুন্দরী শ্রীতমা বৈদ্য। বিখ্যাত ‘দেবদাস’ (Debdas) সিনেমার ‘ডোলা রে ডোলা রে’ (Dola Re Dola Re) গানে নাচ করেছে সে।
পরনে তার লাল পাড় সাদা রঙের শাড়ি। হাতে ও পায়ে সুন্দর আলতার কারুকার্য। সাথেই দু হাতে শাখা-পলা, খোলা চুল, কপালে বড়ো লাল টিপ পরেছে। যেন আবারো একবার দেবদাসের পারো চরিত্রটি সচক্ষে দেখতে পারলেন নেটিজেনরা। কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। যার ফলে ২৬ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে।
View this post on Instagram
চার হাজারের বেশি লাইক ও কমেন্ট এসেছে। কেউ লিখেছে – ‘জাস্ট অসাধারণ যেমন সুন্দর তুমি তেমন সুন্দর তোমার নাচ।’ দ্বিতীয়জন বলেছেন -‘নাচের থেকেও যেন তোমার এই লম্বা খোলা চুলের আকর্ষণ বেশি। পারলে কিছু টিপস শেয়ার কোরো’। আপনিও সত্যি অসাধারণ ও প্রতিভা সম্পন্ন শ্রীতমার নাচটি দেখুন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানান।