×
Viral Video

পৃথিবীর এই পশুগুলো রেগে গেলে কাউকে ছাড়ে না, দেখুন রোমহর্ষক ভিডিও

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা দেখতে সুন্দর হলেও আসলে তারা অনেক রাগী হয়। পশুরা কখন রেগে যায় তা কেউ ই বলতে পারে না। বিশেষ করে বন্য পশুরা কখন রেগে যায় তা কেউ জানে না। তবে, এদের রাগের ফলে যখন তখন সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়।

এই ভিডিওটিতে এমন অনেক বন্য পশুকে দেখতে পাবো যাঁরা এত টাই রাগী বা ভয়ঙ্কর যে, মুহূর্তের মধ্যেই রেগে গিয়ে তাঁরা মানুষের প্রাণ পর্যন্ত নিতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক তারা কে

ADVERTISEMENT

১.বন্য শুকর: এই বন্য মধ্য ইউরোপ বা আমেরিকায় দেখা যায়। এদের ওজন প্রায় ৭৫ থেকে ১০০ কেজি হয়ে থাকে। এদের বিশেষ বৈশিষ্ট্য হল ধারালো দাঁত। মনে করা হয় যে, এদের দাঁতই এদের অন্য পশুদের হাত থেকে বাঁচতে বা অন্য পশুকে আক্রমণ করতে সাহায্য করে। এদের আক্রমণাত্মক স্বভাবের জন্য এদের পৃথিবীর সবচেয়ে ভয়ংকর হিংস্র প্রাণী বলা হয়।

২.দ্যা ব্ল্যাক মামহা: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক প্রজাতির সাপ হল ব্ল্যাক মামহা। আফ্রিকার এই সাপটি পৃথিবীর সবচেয়ে ১০ টি বিষাক্ত সাপের মধ্যে একটি। প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ এই ব্ল্যাক মামহার কারণে মারা যায়। এই সাপ কামড়ানোর ১৫ মিনিটের মধ্যেই একজন মানুষ মারা যেতে পারে।

৩.দ্যা সান বিয়ার: ভাল্লুক প্রজাতির সবচেয়ে ছোট প্রজাতি হল এই .দ্যা সান বিয়ার। এদের পছন্দের খাবার হল মধু। এদেরকে আবার হানি বিয়ারও বলে। কিন্তু এদের নাম হানি বিয়ায় হলেও এদের কিন্তু ততটা মিষ্টি নয়। বরং এরা হিংস্র প্রজাতির পশু।

৪.তাসমেনিয়ান ডেভিল: এই ভয়ঙ্কর প্রাণী শুধুমাত্র অস্ট্রেলিয়ার তাসমেনিয়ানে দেখতে পাওয়া যায়। সাধারণত এদের আকৃতি একটি কুকুরের মত হয়। এরা খুবই হিংস্র হয়।

৫.সল্ট ওয়াটার কোকোডাইল: প্রাণী ও ডাঙায় থাকা ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে এরা হল অন্যতম। অমসৃণ ও ভয়ঙ্কর চামড়ার জন্য এদেরকে দেখতে ভয়ংকর লাগে। এদের সামনে যারাই আসে তাদেরকে এরা খেয়ে নেয়। যেমন- হরিণ, হায়না, ক্যাঙ্গারু। এরা খুবই হিংস্র প্রজাতির হয়।

এছাড়াও পৃথিবীতে এমন অনেক পশু আছে যারা খুবই হিংস্র হয়। এদের দ্বারা অন্যান্য পশু বা মানুষের অনেক ক্ষতি হয়। তাই এদের থেকে সাবধানে থাকবেন।

ADVERTISEMENT

Related Articles