শূন্যে উড়লো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীদের, রইল ভিডিও

সিনেমায় কিন্তু আমরা বহুবার বাইক কিংবা গাড়িকে মধ্য আকাশে উড়তে দেখেছি। এই যেমন ‘Dhoom 3’ সিনেমায় আমির খান (Amir Khan) জলের মধ্যে থেকে বাইকে উড়ে গিয়েছিলেন। সে তো না হয় গেল সিনেমার গল্প। তবে বাস্তবেও কিন্তু এবার এমন বাইক এসে গেছে যা নিয়ে আপনি শুধু রাস্তা নয় আকাশেও উড়ে যেতে পারবেন। হ্যাঁ সম্প্রতি জাপানের একটি অটোমোবাইল সংস্থা তাদের ও বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক নিয়ে হাজির হয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চরকগাছ সাধারণ মানুষের।
জাপানিজ় স্টার্ট-আপ AERWINS টেকনোলজিস ‘Xturismo’ নামের এই সর্বপ্রথম হোভার বাইকটি তৈরী করেছে। আপনি হয়ত কোনো জরুরি কাজে যাচ্ছেন আর রাস্তায় জ্যাম আছে কিংবা পরীক্ষা ও মিটিং আছে তাহলে কিন্তু চিন্তা নেই। কারণ এই বাইকের মাধ্যমে এক মুহূর্তের জন্য আপনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। এই বাইক দেখতে সম্পূর্ণ কালো ও ছোট প্লেনের মতো। যা ইতিমধ্যেই জাপানের সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়ে গেছে ও বিক্রি হচ্ছে।
৪০ মিনিট পর্যন্ত এই বাইক আকাশে উড়ার ক্ষমতা রাখে। সাথেই সেই সময় ৬২ কিমি/ঘন্টা স্পিডে যেতে সক্ষম। প্রাথমিক পর্যায়ে তারা অল্প সংখ্যক বাইক তৈরি করেছে। ৩০০ কেজি ওজন বিশিষ্ট এই বাইকে ১০০ কেজি ওজনের এক বিশেষ ওড়ার ক্ষমতা সম্পন্ন প্লেলোড আছে। তবে এই বিশেষ বাইকটি কিনতে আপনার কত টাকা খরচ করতে হবে জানেন? জাপানের সেই কোম্পানি আপনাকে সাড়ে ৫ লক্ষ আমেরিকান ডলারের বদলে এই উড়ন্ত বাইকটি তৈরী করে দিতে পারবেন।
ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে ৪ কোটি ৫৬ লক্ষ ৫০ হাজার ৫২৬ টাকা। সাধারণ মধ্যবিত্তের কাছে যা অত্যাধিক ছাড়া কিছু নয়। তবে এই বাইক নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে সংশয় আছে। অনেকেই বলেছেন এটি বাইক নয়, বড়সড় একটি ড্রোন। কেউ আবার বলেছেন যে, Pegassi Oppressor Mk II-এর সঙ্গে এর অনেক মিল রয়েছে। আকাশে ওড়ার জন্য যে বাইক থেকে প্রচুর শব্দ বের হবে সেই কথাও এই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন অনেকে। তবে এই বাইক যে ভবিষ্যতে রাজ করবে তা বলার অপেক্ষা রাখে না।