গল্প মনে হলেও সত্যি! রাস্তার জ্যাম এড়াতে লঞ্চ হল প্রথম ‘উড়ন্ত মোটরবাইক’, দেখুন ভিডিও

ধুম ৩ সিনেমায় আমির খান (Aamir Khan) জলের মধ্যে থেকে বাইক নিয়ে উড়ে গিয়েছিলেন। তা দেখে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও উদয় চোপড়া (Uday Chopra) এবং বাকি পুলিশ অফিসারেরা তাজ্জব হয়ে গিয়েছিলেন। সে তো না হয় গেল সিনেমার গল্প। তবে বাস্তবেও যে এবার এমন বাইক এসে গেছে তা দেখা যাচ্ছে। হ্যাঁ সম্প্রতি জাপানের একটি অটোমোবাইল সংস্থা তাদের ও বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক নিয়ে হাজির হয়েছেন।
আপনি হয়ত কোনো জরুরি কাজে যাচ্ছেন আর রাস্তা সম্পূর্ণ জ্যাম। পরীক্ষা, মিটিং কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এই বাইক আপনাকে দেবে রাজার আমেজ। জাপানের ‘এয়ারউইন্স’ নামের এই স্টার্ট আপ কোম্পানি পৃথিবীর সর্বপ্রথম হোভার বাইক ‘এক্সটুরিজমো’ তৈরি করল। যা দেখতে সম্পূর্ণ কালো ও ছোট প্লেনের মতো। যা ইতিমধ্যেই জাপানে লঞ্চ হয়ে গেছে ও বিক্রি হচ্ছে।
৪০ মিনিট পর্যন্ত এই বাইক আকাশে উড়ার ক্ষমতা রাখে। সাথেই সেই সময় ৬২ কিমি/ঘন্টা স্পিডে যেতে সক্ষম। প্রাথমিক পর্যায়ে তারা অল্প সংখ্যক বাইক তৈরি করেছে। ৩০০ কেজি ওজন বিশিষ্ট এই বাইক কিনতে আপনার কত টাকা খরচ করতে হবে জানেন? ২০২৩ সালে আমেরিকা সহ আরও বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে এই বাইক।
This is the world’s first flying bike. The XTURISMO hoverbike is capable of flying for 40 minutes and can reach speeds of up to 62 mph pic.twitter.com/ZPZSHJsmZm
— Reuters (@Reuters) September 16, 2022
ভারতীয় মুদ্রায় যদি এই বাইক আপনি কিনতে চান তাহলে বীমা ও কর মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা খরচ করতে হবে আপনাকে। হ্যাঁ সাধারণ মধ্যবিত্তের কাছে যা অত্যাধিক ছাড়া কিছু নয়। কিন্তু যেভাবে পৃথিবী বদলাচ্ছে একসময় হয়তো স্থল যেতে সবাই কার্যত আকাশ পথেই যাতায়াত শুরু করবে। আর সেইসময় অবশ্যই এই ৭ কোটি টাকার ‘এক্সটুরিজমো’ হোভার বাইক কেনার কথাই চিন্তা করবেন আপনিও।