বয়স শুধু সংখ্যা মাত্র! শাড়ি পরে কবাডি খেলায় মেতেছেন একদল গৃহবধূ, ভাইরাল ভিডিও

বয়স কেবল সংখ্যামাত্র। শাড়ি পরে কাবাডি খেলছে একদল মহিলা। মুহূর্তে ভাইরাল ভিডিও। রোজকার জীবনে মানুষের সময়ের বড্ড অভাব। দশটা-পাঁচটার ডিউটি সেরে যেটুকু সময় হাতে পায় তখন মুখ গুঁজে থাকেন মোবাইল ফোনে। তবে, দৈনন্দিন এই কাজ কর্মের ফাঁকে মন তো চায় সেই ছেলেবেলার দিনগুলোতে হারিয়ে যেতে। আর তেমনটাই দেখা গেল সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে।
সন্তান, সংসার সামলে আজকালকার যুগের মহিলারা কিন্তু অফিস থেকে শুরু করে ব্যাবসা সবই সামলাচ্ছেন। তবে, তার মাঝেও কখনও ইচ্ছে হয় শৈশবের দিন গুলোর মতো নিজেকে মেলে ধরতে। সম্প্রতি তেমনই একদল মহিলাকে দেখা গিয়েছে কাবাডি খেলতে। আমাদের দেশের জাতীয় খেলা এটি। আর তাইতো এই কাবাডি খেলার উপর আলাদা একটা টান থাকবেই।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, মহিলাদের কাবাডি খেলার দুটো দল। প্রত্যেকের পরণেই রয়েছে শাড়ি। তারা যে সাদামাটা গ্রামের গৃহবধূ তা তাদের দেখেই বোঝা যাচ্ছে। আর গ্রামের মাঠেই অনুষ্ঠিত কোনো একটি অনুষ্ঠানে তারা কাবাডি খেলায় প্রতিযোগী হয়ে নাম দিয়েছেন। যথারীতি দুটি দলের মধ্যে জোরকদমে হচ্ছে খেলা। মাঠের চারপাশ ঘিরে রেখেছে অজস্র জনতা। তারা প্রত্যেকেই এই কাবাডি খেলা উপভোগ করছেন।
हम किसी से कम हैं क्या !!!
छत्तीसगढ़िया ओलंपिक में महिला कबड्डी. pic.twitter.com/06QyhY4ojp
— Awanish Sharan (@AwanishSharan) October 7, 2022
মাস দেড়েক আগে অনিশ সরণ নামের এক টুইটার ব্যবহারকারী তার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি অনেকেই আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛এক্সিলেন্ট’। আবার কেউ লিখেছেন ‛খুব ভালো’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) মহিলাদের কাবাডি খেলার এই ভিডিও (Video)।