Cobra Snake : নিশ্চিন্তে ঘুমাচ্ছে মহিলা, সুযোগ পেয়ে গায়ের উপর উঠলো বিষধর কোবরা! তারপর যা হল… ভাইরাল ভিডিও

সাপ দেখলেই নিশ্চয়ই দৌড়ে পালিয়ে যান। তবে এটাও ঠিক সাপ নিয়ে মানুষদের বর্তমানে কৌতূহল বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেভাবে যুগ বদলেছে সোশ্যাল মিডিয়ায় এখন হামেশাই সাপ দেখানো হয়। সাপের সম্পর্কে প্রচুর ভুল ধারণা আছে মানুষের মনে। সেগুলি যদিও ধীরে ধীরে শেষ হচ্ছে। তবে ঘুমন্ত অবস্থায় আপনার শরীরের উপরে যদি কিং কোবরা বিরাজমান হন তাহলে কি হবে। এবার এমন এক দৃশ্য সামনে আসলো যা দর্শকদের দেখলে হাড় হিম হয়ে যাওয়ার সামিল।
যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও সবথেকে আলাদা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মহিলা আপন মনে ঘুমাচ্ছেন। ঘরের মধ্যে নয় বরং ঘরের বাইরেই ঘুমিয়ে রয়েছেন তিনি। তবে সেই সময়েই ছুপি ছুপি তার শরীরের উপরে উঠেছে এক কিং কোবরা। দেখলে অবাক লাগলেও দেখে কার্যত নেটিজেনরা চমকে গেছে। এই ধরণের ভিডিও এর আগে দেখা যায়নি।
আপনাদের জন্য বলে রাখি, যে সমস্ত প্রজাতির সাপের মধ্যে কিং কোবরা (King Cobra) হল সবচেয়ে বিষাক্ত সাপ। একজন মানুষকে একবার কামড়ালে তার পক্ষে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। যে কেউ কিং কোবরা সাপের মুখোমুখি হয়েছেন, সেই ব্যক্তি কখনও বাঁচেনি। তবে এমনিতে খুবই শান্ত এই সাপ। আপনার পাশ দিয়ে চলে গেলেও বুঝতে পারবেন না আপনি।
When this happens, what would be your reaction??
For information, the snake moved away after few minutes without out causing any harm…
(As received from a colleague) pic.twitter.com/N9OHY3AFqA— Susanta Nanda (@susantananda3) August 28, 2022
ভারতীয় বন বাহিনীর একজন অফিসার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। এই কিং কোবরার ভিডিওটি দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। অনেকেই বলেছেন এই ভিডিও সম্পূর্ণ ফেক। আবার অনেকে বলেছেন এই ভিডিও সত্যি। কিং কোবরা ভিডিওর মধ্যে কোনোরকম সেই মহিলাকে আক্রমণ করতে দেখা যায়নি। কেমন লাগলো আপনাদের এই ভিডিও অতি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।