×
Viral VideoVideo

অবিশ্বাস্য! সাপেদের কোলে নিয়ে আদর করে ঘুম পড়াচ্ছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মাধ্যমে প্রেমিক প্রেমিকার অনেক আদিখেতার ভিডিওই ভাইরাল হয়। কিন্তু সাপের সঙ্গে মানুষের এমন আদিখেতা এযেন দেখলেও ভয় লাগে। সাপের নাম শুনলে ভয় পায় না এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুব কমই আছেন। চিড়িয়াখানার খাঁচায় বলুন বা ড্রেনের মধ্যে সাপ দেখলেও গা কেমন শিরশিরিয়ে ওঠে। আর সেই সাপকেই কেউ যদিও একেবারে বিছানায় নিয়ে জড়িয়ে বসে থাকে তাহলে কেমন হবে ভাবুন তো?

অবিশ্বাস্য! সাপেদের কোলে নিয়ে আদর করে ঘুম পড়াচ্ছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও -

শুনেই গায়ে কাঁটা দিচ্ছে নিশ্চই? কিন্তু ঘটনাটি একেবারে সত্যি। আর তা এখন ভাইরাল নেটমাধ্যমে। আজকালকার যুগে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ইন্টারনেট খুবই ওতোপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। আর তাইতো ভালো-মন্দ অথবা অবাক করা কোনো ঘটনা এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই সকলের সম্মুখে ওঠে আসে। তেমনই সাপের বহু ভিডিওই ভাইরাল হয়।

কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এই সাপের ভিডিও দেখে একেবারে জ্ঞান হারানোর অবস্থা নেটিজেনদের। কেউ তো ভিডিওটি দেখার পর খাটে উঠতেও ভয় পাচ্ছেন বলে দাবি করেছেন। কিন্তু কি এমন আছে ওই ভিডিওতে? আসলে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন মহিলা খাটের উপর কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছেন। আর ঠিক কম্বলের উপরেই রয়েছে দুটি সাপ। যেই সাপ দুটি একেবেঁকে ওই মহিলার গায়ে ওঠারও চেষ্টা করছে।

কিন্তু ওই মহিলা বারবার সাপটিকে টেনে নীচে নামিয়ে দিচ্ছেন। এমনকি বাচ্চাদের ঘুম পাড়ানোর মতোন করে সাপটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। আর ভিডিওটি প্রকাশ্যে আসামাত্রই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛উনি নাগিন তাই সাপেদের সঙ্গ এমন উপভোগ করছেন’। আবার কেউ লিখেছেন যে, ‛সাপের বিষাক্ত দাঁত ভেঙে দেওয়া হয়েছে তাই উনি এমন করতে পারছেন’।

 

View this post on Instagram

 

A post shared by Sunita Bai (@rekharani8717)

যদি তাই ধরে নেওয়া হয় সাপেদের বিষাক্ত দাঁত ভেঙে নেওয়া হয়েছে তারপরেও কি সাপেদের নিয়ে এমন ছেলেখেলা করা সম্ভব? আপনি কি করতেন? ওই মহিলার নাম সুনিতা বাই। @rekharani8717 নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।