×
VideoViral Video

ছোট্ট বানরকে নিজের সন্তানের মতো যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও দেখা যায়। এর মধ্যে অনেক পশুপাখির ভিডিও থাকে। পোষা পশুপাখি নিয়ে তৈরি ভিডিও খুবই জনপ্রিয় হয়। এগুলো দেখতে আমরা সবাই কমবেশি ভালোবাসি। এগুলো দিনের শেষে আমাদের মনকে শান্ত করে। এইরকম একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেখানে একটি শিশু বাঁদরকে তার মানুষ মা আদর করে ব্রেকফাস্ট খাওয়াচ্ছেন।

ছোট্ট বানরকে নিজের সন্তানের মতো যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও -

আসলে আমরা অনেকেই নিজের ঘরে পশুপাখি রাখতে পছন্দ করি। এই পোষ্যদের সঙ্গে আমাদের একটা মনের সম্পর্ক তৈরি হয়। এরা আমাদের নিঃশর্ত ভালোবাসা দেয়। এদের মধ্যে জটিলতা ও স্বার্থপরতা নেই। এরা পরিবারের একজন হয়ে যায়। এদের সঙ্গে কাটানো মুহুর্ত আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করি। মলি মংকি (Molly Monkey) নামের একটি ইউটিউব (You Tube) চ্যানেল থেকে আপলোড করা এই ভিডিওতে সেরকম কিছু মুহূর্ত উঠে এসেছে।

ছোট্ট বানরকে নিজের সন্তানের মতো যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও -

এই ভিডিওটি ভারতের বাইরের কোনো দেশের ভিডিও। এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাঁদরছানাকে। তাকে সকালবেলা তার মানুষ মা ব্রেকফাস্ট করাচ্ছেন। যতক্ষণ তিনি ব্রেকফাস্ট বানান, সে চুপ করে অপেক্ষা করে। তারপর মা তাকে চামচে করে খাওয়াতে থাকেন। মাঝেমধ্যে সে নিজে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে। জলতেষ্টা পেলে সে জলের বোতল থেকে জল খায়। মানুষ বাচ্চারা যেমন ঘুরে ঘুরে খায়, সেও তেমনি এদিক ওদিক ঘুরে খেতে পছন্দ করে।

ভিডিওটা দেখে নেটিজেনরা খুবই খুশি হয়েছেন। তাঁরা বারবার কমেন্টবক্সে বলছেন যে এই ছোট্ট বাঁদরটা খুবই কিউট। এই বাঁদরটির মিষ্টি কাজকর্ম দেখে সবার খুব মজা লেগেছে।