×
VideoViral Video

হুবহু মানুষের মতো সবুজ টিয়ার সঙ্গে ঝগড়া করছে সাদা রঙের টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পর্দায় বহু ভিডিও ভাইরাল (Viral) হয়। মানুষের বহু প্রতিভাই উঠে আসে বিশ্বের দরবারে। তবে, এখন শুধু মানুষই নয় পশু পাখিরও বিভিন্ন কার্যকলাপ দেখে অবাক হন সকলেই। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দুটি টিয়া পাখিকে ঝগড়া করতে দেখা যাচ্ছে। হুবহু মানুষের মতোন তারা ঝগড়া করছে।

হুবহু মানুষের মতো সবুজ টিয়ার সঙ্গে ঝগড়া করছে সাদা রঙের টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

দুই পাখির এই ঝগড়া করার ভিডিও দেখে বেশ মজাও পেয়েছেন নেটিজেনরা। আর তারপর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে। ‛মিলন মিঠু’ (Milan Mithu) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি সাদা টিয়া পাখি ও আরেকটি সবুজ টিয়া পাখি প্রথমে নিজের মতোন কথোপকথন করছে।

হুবহু মানুষের মতো সবুজ টিয়ার সঙ্গে ঝগড়া করছে সাদা রঙের টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

কিন্তু এরপর হঠাৎ করেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর মালিক আসে ঝগড়া থামাতে। আর সেখানেই বাঁধে আরও এক বিপত্তি। মালিক ঝগড়া থামানোর উদ্যেশেই একজনকে আদর করে ঠান্ডা করতে গেলে অন্যজন আরও ক্ষেপে ওঠে। এরপর ঠোঁট দিয়ে মারামারি শুরু করে দেয়। পাখিদের ভাষা বুঝতে না পারলেও তারা যে ঝগড়া করছে তা বেশ স্পষ্ট ওই ভিডিওতে।

আজকালকার দিনে বাচ্চা থেকে বুড়ো সব মানুষই বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ায় । আর সেখানেই স্ক্রল করতে করতে নানান ভিডিও চলে আসে। তেমনই সম্প্রতি ওই দুই টিয়া পাখির ভিডিও (Video) ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।