×
VideoViral Video

উঁচু বিল্ডিংয়ের জানালার বাইরে দাঁড়িয়ে জানালা পরিস্কার করছে মহিলা, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

সম্প্রতি এক মহিলার ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। নিজের জীবন বিপন্ন করে অনেক উঁচু বিল্ডিংয়ের জানলার কাঁচ পরিষ্কার করতে দেখা গেছে তাকে। আসলে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ভিডিওর আতুড় ঘর। সেই কারণে নিত্য নতুন ভিডিও এখন প্রতিদিন দেখা যায়। কিন্তু সম্প্রতি যে ভিডিও দেখা গেল তা সত্যি অবাক করে।

উঁচু বিল্ডিংয়ের জানালার বাইরে দাঁড়িয়ে জানালা পরিস্কার করছে মহিলা, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের -

ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় ৭-৮ তলা একটি বিল্ডিং। একদম উপরের ঘরের একটি জানলা পরিষ্কার করছেন এক মহিলা। শুধু তাই নয় সেই জানলা দিয়ে সে নিজে বাইরে বেরিয়ে পরিষ্কার করছেন। এমন মারাত্মক কান্ড দেখে চমকে গেছেন সকলে। কার্যত সামান্য পরিষ্কার করার জন্য তার এমন কান্ড মেনে নিতে পারছেন না কেউই।

দিওয়ালির আগে সবাই বাড়ি-ঘর পরিষ্কার রাখতে আগ্রহী। তা বলে এমন একটা স্থানে দাঁড়িয়ে সামান্য জানলা পরিষ্কার করা বোকামি ছাড়া কিছু নয়। অল্পের জন্য যে প্রাণে বেঁচেছে সে তা বলায় বাহুল্য। ১৪ সেকেন্ডের এই ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল যা ১.৮ মিলিয়ন ভিউজ পেয়েছে। নেটিজেনরা জমিয়ে ট্রোল করেছেন তাকে।

কেউ লিখেছেন -‘লক্ষী আসবে কিনা জানি না তবে ছাদে আমি যমরাজকে দেখতে পাচ্ছি’। দ্বিতীয়জন লিখেছেন -‘ভারতে কেন ভালো লাইফ ইন্সুরেন্স দরকার এবার বুঝতে পারছি’। অনেকেই আবার এই মহিলার প্রতি সহানুভূতি দেখিয়েছেন আর এমন ধরণের বোকামি করতে বারণ করেছেন।