থমকে গেছে গাড়ি চলাচল, রাস্তা পার হচ্ছে বিশালাকার অ্যানাকোন্ডা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বিশ্বের সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম সাপ। দূর থেকে দেখলেও মানুষের হাড়হিম হয়ে যায়। তাও যদি সেই সাপ হয় অ্যানাকোন্ডা। তাহলে তো মানুষ সামনে যাওয়ার আগে দশবার ভাববে। কারণ অ্যানাকোন্ডার (Anaconda) লেজে এমন শক্তি আছে যা একটি মানুষের শরীরের হাড় সহজেই ভেঙে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন এমন সাপের থেকে সবসময় দূরে থাকার উচিত। তবে এবার এমন এক ভিডিও দেখা গেল যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের এক বিশাল অ্যানাকোন্ডা সাপ রাস্তার মধ্যে দিয়ে পারাপার করছে। রাস্তার এক দিক থেকে এসে সে নিজের মতো ডিভাইডার টপকে সামনের ঝোপের মধ্যে চলে গেল।
এমন সময় রাস্তার সব গাড়ি দাঁড়িয়ে পড়ে। আসে পাশের সব লোক নিজের ফোনের ক্যামেরায় এমন সাংঘাতিক এক মুহূর্ত বন্দী করে নেন।
View this post on Instagram
‘snake. wild’ নামের এক Instagram পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। তার সাথেই ১৮ হাজারের বেশি লাইক এসেছে। এমন ভিডিও এর আগে নেটিজেনরাও হয়তো দেখেনি। আপনি কি দেখেছেন এর আগে এরম হাড়হিম করা ভিডিও? তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান।