খোলা আকাশের নীচে প্রেম করছে দুই টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টিয়া (Parrot) পাখি খুব সুন্দর ও দুর্দান্ত একটি পাখি। এই পাখিটিকেই সবথেকে বেশি বাড়িতে পোষ মানানো হয়। সম্পূর্ণ মানুষের মতো কথাই বলতে পারে টিয়া। সোশ্যাল মিডিয়াতে এখন টিয়া পাখির বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে আবারো একবার দুটি টিয়ার মধ্যে সম্পূর্ণ মানুষের মতোই কথোপকথন ও সুন্দর মুহূর্ত ভাইরাল (Viral) হয়ে উঠেছে।
ভিডিওর শুরুতেই দেখা যায় দুটি টিয়া উঠোনে একে ওপরের সাথে দাঁড়িয়ে আছে ও তাদের সাথেই আছে তার মালিক। তিনিই সেই ভিডিওটি করেছে তা স্পষ্ট। একটি টিয়া সামনে দাঁড়ানো অন্য একটি টিয়াকে মানুষের মতো করেই কথা বলছে। বিশ্বাস না হলেও কার্যত এমনটাই ঘটেছে ভিডিওতে। মালিক একজনকে ‘মিঠু’ বলে ডাকলেই তাকেও মিঠু বলছে ওপর টিয়া। খুনসুটি ও প্রেম ধরা পড়েছে এই ভিডিওর মাধ্যমেই। মিঠু ও টাইগার নামের এই দুটি পাখি পুরো মানুষের মতো করেই কথা বলেন।
তারপরে মিঠু, টাইগার বলে বেশ কয়েকবার ডেকে ওঠে। দুজনকেই শীষ দিতেও দেখা যায়। মানুষের মতোই তাদের এই কথোপকথন কার্যত নেটিজেনদের মন গলাতে বাধ্য। আপনাদের জানিয়ে রাখি ভিডিওতে দেখা যাচ্ছে যে টিয়া দুটিকে সেগুলি ইন্ডিয়ান রিংনেক (Indian Ringneck)। এই বিশেষ ধরণের টিয়া বেশিরভাগ বাড়িতেই পোষ মানানো হয়। ‘Talking Parrot’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ৭ মাস আগে।
এখনও পর্যন্ত ৪৫ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। সাথে কেউ লিখেছেন -‘অসাধারণ’। দ্বিতীয়জন লিখেছেন -‘এমন সুন্দর ভিডিও দেখা যায় না’। খাঁচার মধ্যে নয় বরং নিজের খোলা রেখে টিয়া পাখি দুটিকে পুষছে সেই কারণে তার মালিককে খুব ভালো বলেছেন নেটিজেনরা।