খোলা আকাশের নীচে একে অপরের সাথে তুমুল লড়াইয়ে মাতলো দুটি গোসাপ, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সাপের লড়াই বলুন বা অন্য কোনো পশুর সঙ্গে পশুর লড়াই আমরা কম বেশি অনেকেই দেখেছি। কিন্তু গোসাপর লড়াই কি দেখেছেন? না থাকলে আজকের এই ভিডিও আপনার জন্যই। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রতিদিন নানান ভিডিওই উঠে আসে নেটমাধ্যমে। আর সেই ভিডিও কখনও আপনাকে হাসাবে আবার কখনও কাঁদাবে কখনও আবার অবাক করবে বৈকি।
সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইআইএম কলকাতা তার প্লেসমেন্ট, কোর্স এবং অন্যান্য পড়াশোনা সংক্রান্ত কাজের জন্য বেশ জনপ্রিয়। আর এবার সেখানেই দেখা গেল এমন একটি ভিডিও। আর যা ইন্টারনেটের ভাইরাল হওয়ার পর থেকে মন কেড়েছে সবার।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, যে দুটি প্রাপ্তবয়স্ক গোসাপ আইআইএম কলকাতার ক্যাম্পাসের ভিতরে লড়াই করছে। গোসাপ দুটি দাঁড়িয়ে লড়াই করছে। ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। এমনকি অনেকেই আবার কমেন্টও করেছেন। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা, আইএফএস অফিসার সুশান্ত নন্দা।
A normal day at IIM Calcutta 🙂 pic.twitter.com/ME1YlAayae
— Nupur✨ (@_zeroxinfinity_) February 28, 2023
অনেকেই আবার এই গোসাপ দুটিকে কুমিরের সঙ্গে ঘুলিয়ে ফেলেছেন। যদিও দূর থেকে গোসাপ দুটিকে দেখতে কুমিরের মতোই লাগছে। সম্প্রতি এই গোসাপ দুটির ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।