পেয়ারা খেতে খেতে গাছের ডালে বসে প্রেম করছে দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

দিনের শুরুতে সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই প্রচুর ভাইরাল (Viral) ভিডিও দেখা যায়। তার মধ্যে পশু-পাখির ভিডিওর পরিমান থাকে বেশি। দর্শকরা এক টুকরো শান্তির জন্য এই ধরণের ভিডিও দেখতেই বেশি ভালোবাসেন। তবে জানেন কি আবারো ভাইরাল হয়েছে একটি ভিডিও। তবে কোনো পশু নয় বরং পাখির ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। পশু-পাখিদের মধ্যে টিয়া (Parrot) পাখি খুব সুন্দর ও দুর্দান্ত একটি পাখি। যে কারণে এই পাখিটিকেই সবথেকে বেশি বাড়িতে পোষ মানাতে পছন্দ করেন পাখি প্রেমিকেরা।
এবার সম্পূর্ণ মানুষের মতো দুটি টিয়ার আদর ও খুনসুটির ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে খোলা পরিবেশের মধ্যে গাছের ডালে দুটি টিয়া পাখি পাশাপাশি দাঁড়িয়ে আছে। শুধু তাই নয় রীতিমতো কথোপকথন করতে দেখা গিয়েছে। তাদের ভাষায় একের পর এক কথা বলে চলেছে তারা। পেয়ারা গাছের উপরেই বসেছিলো তারা।
সেখানে থেকেই পেয়ারা খেতেও দেখা গেছে তাদের দুজনকে। ভিডিওতে যে টিয়া দুটিকে দেখা গেছে সেগুলি ইন্ডিয়ান রিংনেক (Indian Ringneck)। এই বিশেষ ধরণের টিয়া বেশিরভাগ বাড়িতেই পোষ মানানোর জন্য ব্যবহার করা হয়। টিয়া পাখিকে কথা শেখালে তারা দুর্দান্ত কথা বলতে পারে।
‘Parrot Paradise’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল দুই বছর আগে। এখনও পর্যন্ত ৯২ লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিও। কমেন্টে একজন লিখেছেন -‘টিকটকের থেকেও ব্যাপক উন্নত এই টিয়া দুটি’। দ্বিতীয়জন লিখেছেন -‘টিয়া পাখি খুবই স্মার্ট’। কেমন লাগলো আপনার এই দুটি টিয়া পাখির খুঁনসুটি। নিচে কমেন্ট করে আমাদের জানান।