×
VideoViral Video

অদ্ভুত কান্ড! মুখ ডুবিয়ে জল খাচ্ছে বিরল প্রজাতির দুমাথাওয়ালা সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Two Headed Snake Drinking Water: বাস্তবে সাপ দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। আর সাপের এমন কিছু ভিডিও থাকে যা হাড়হিম করে দেওয়ার সামিল হয়। আবার অনেক ভিডিও দেখতে দেখতে আমরা বেশ ভালো বোধ করি। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা বাঘ কোনো কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল (Viral) হলো যা দেখে সবাই চমকে গেছে।

অদ্ভুত কান্ড! মুখ ডুবিয়ে জল খাচ্ছে বিরল প্রজাতির দুমাথাওয়ালা সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

এক নয় বরং দুই মুখ বিশিষ্ট সাপের (Snake) দেখা পাওয়া গেছে। কমলা ও সাদা রঙের বিশেষ ধরণের এই সাপের নাম অ্যালবিনো হন্ডুরান মিল্কস্নেক’ (Albino Honduran Milk Snake)। দেখলে সাপটিকে সম্পূর্ণ শান্ত মনে হবে। ভিডিওতে দেখা যায় সাপটি ধীরে ধীরে একটি জলের পাত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং পাত্রে মুখ ডুবিয়ে জল খাচ্ছে। একসাথে সাপের দুটি মুখ দিয়েই জল খেতে দেখা গেছে।

অদ্ভুত কান্ড! মুখ ডুবিয়ে জল খাচ্ছে বিরল প্রজাতির দুমাথাওয়ালা সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

এমন আশ্চর্য জনক ঘটনা দেখে হতবাক সবাই। সাপটির দুটি মুখ খুব সুন্দরভাবে কাজ করে। মূলত এই ধরণের সাপ পাওয়া যায় মেক্সিকো দেশে। সেখানে বাড়িতে এই সাপ রাখেন অনেকে। কিন্তু জানেন এই সাপের দাম কত? এই সাপের দাম ৫০,০০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় ৪০ লক্ষ টাকা। ‘Siegelreptiles’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে

১০ বছর আগের এই ভিডিও বর্তমানে ১১ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট আছেই। ভিডিওটি দেখে কিছু মানুষের ভালো লেগেছে আবার কিছু মানুষ বলেছেন ‘ভয়ানক’। আপনার কি মনে হচ্ছে সুন্দর এই দুই মুখ বিশিষ্ট সাপটিকে দেখে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।