×
VideoViral Video

অবিশ্বাস্য! দেখা গেল বিরল প্রজাতির দু-মাথাওয়ালা কালো সাপের, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ অন্যরকম ভিডিও সামনে আসলে আমরা সবাই দাঁড়িয়ে যাই। আর তার মধ্যে যদি সত্যি নতুনত্ব ও দুর্দান্ত কোনো বিষয়বস্তু থাকে তা ক্রমেই হয়ে ওঠে ভাইরাল। এই যেমন ধরুন যদি দেখেন একটি সাপের দুটি মাথা তাহলে নিশ্চয়ই সেই ভিডিওটি আপনাকে হতবাক করে দেবেই। হ্যাঁ সম্প্রতি তেমনই হতবাক করা একটি ভিডিও এখন ইন্টারনেট জুড়ে কাঁপাচ্ছে।

অবিশ্বাস্য! দেখা গেল বিরল প্রজাতির দু-মাথাওয়ালা কালো সাপের, তুমুল ভাইরাল ভিডিও -

ভিডিওতে দেখা গেল একটি বিরল প্রজাতির সাপকে। সম্পূর্ণ কালো রঙের এই সাপ কার্যত এক ব্যক্তির হাতে ঘোরাফেরা করছে। সম্পূর্ণ অদ্ভুত ও অন্যরকম দেখতে সেই সাপ। পুরো কালো রঙের ও ঘাড়ের থেকে সাপটার দুটি আলাদা মুখ গজিয়েছে। দুই মুখ বিশিষ্ট এই সাপের নাম কি তা জানা নেই কিন্তু সবার থেকে আলাদা এই সাপ তা দেখলেই স্পষ্ট। ভিডিওটি ইতি মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।

অবিশ্বাস্য! দেখা গেল বিরল প্রজাতির দু-মাথাওয়ালা কালো সাপের, তুমুল ভাইরাল ভিডিও -

ক্রোয়েশিয়ার ক্রাভাস্ক্রো থেকে উদ্ধার করা হয়েছে এই সাপটিকে। তবে আপনাদের জানিয়ে রাখি এই সাপের দুটি মাথা হবার কারণে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবেই খাদ্য কিংবা জল গ্রহণ করে সে। অর্থাৎ দুটি মুখই সাপটির আলাদা আলাদা কাজ করে সে। ‘Beastly’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এখনো পর্যন্ত ৮ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। নেটিজেনরা এই ভিডিও দেখে হতবাক হয়ে গিয়েছেন। আপনিও দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানান।