×
VideoViral Video

অবিকল মানুষের মতো ছাদে দাঁড়িয়ে খুনসুটি করছে দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

টিয়া (Parrot) পাখি খুব সুন্দর ও দুর্দান্ত একটি পাখি। এই পাখিটিকেই সবথেকে বেশি বাড়িতে পোষ মানায়। সম্পূর্ণ মানুষের মতো কথাই বলতে পারে টিয়া। সোশ্যাল মিডিয়াতে এখন টিয়া পাখির বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে আবারো একবার দুটি টিয়ার মধ্যে সম্পূর্ণ মানুষের মতোই কথোপকথনের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে।

অবিকল মানুষের মতো ছাদে দাঁড়িয়ে খুনসুটি করছে দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও -

ভিডিওর শুরুতেই দেখা যায় দুটি টিয়া ছাদে একে ওপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটি টিয়া সামনে দাঁড়ানো অন্য একটি টিয়াকে সাথে মানুষের মতো কথা বলছে। বিশ্বাস না হলেও কার্যত এমনটাই ঘটেছে ভিডিওতে। খুনসুটি ও প্রেম ধরা পড়ছছে এই ভিডিওর মাধ্যমেই। মিঠু ও টাইগার নামের দুটি টিয়া পাখির কান্ড দেখে মুগ্ধ নেটিজেনরা।

অবিকল মানুষের মতো ছাদে দাঁড়িয়ে খুনসুটি করছে দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও -

আপনাদের  জানিয়ে রাখি ভিডিওতে দেখা যাচ্ছে যে টিয়া দুটিকে সেগুলি ইন্ডিয়ান রিংনেক (Indian Ringneck)। এই বিশেষ ধরণের টিয়া বেশিরভাগ বাড়িতেই পোষ মানানোর জন্য ব্যবহার করা হয়। ‘Talking Parrot’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল দুই বছর আগে।

এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিও। সাথে কেউ লিখেছেন -‘দুর্দান্ত সুন্দর একটা ব্যাপার দেখলাম’। দ্বিতীয়জন লিখেছেন -‘টিয়া পাখির এই কথা বলার ভিডিও দুর্দান্ত’। খাঁচার মধ্যে নয় বরং খোলা রেখে টিয়া পাখি দুটিকে পুষছে সেই কারণে তার মালিককে খুব ভালো বলেছেন নেটিজেনরা।