×
VideoViral Video

VIRAL: মাঝ আকাশে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে দুই সুবিশাল ঈগল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Two Eagle Fighting Video: পশু-পাখিদের নিয়ে ভিডিওর পরিমান যেন প্রতিদিন বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়াতে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখতে দেখতে মানুষ এখন বেশ ধাতস্থ হয়ে গেছে। সেই কারনেই দর্শকরা সাপ হোক কিংবা পাখি আবার হাতি হোক কিংবা বাঘ সব কিছু দেখেই বেজায় আনন্দ পান। তবে এবার যে ভিডিওটি সামনে আসলো তা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার সামিল। দুটি বিশালকার ঈগল পাখি মাঝ আকাশে লড়াই করছে। কি শুনেই চমকে উঠলেন তাই তো? চমকে না উঠে করবেন কি চোখের সামনে এমন একটা ভিডিও আসলে চমকে ওঠাই তো স্বাভাবিক।

VIRAL: মাঝ আকাশে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে দুই সুবিশাল ঈগল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন আজাদ সিংহ রাঠৌর নামের এক ব্যক্তি। তার এমন ভিডিও শেয়ার যে ভাইরাল হয়ে উঠবে তা হয়তো নিজেও ভাবতে পারেননি নিজে। শেয়ার করা ভিডিওতে দেখা গেল পাহাড় ঘেরা দৃশ্যর মধ্যে একটি ঈগল (Eagle) হঠাৎ এসে অন্য একটি ঈগলের দিকে ঝাঁপিয়ে পড়লো। দুজন দুজনের পা শক্ত করে ধরে শুন্যে কার্যত ডিগবাজি খেলো। দেখে মনে হবে মাটিতে এসে পড়বে তবে না মাটিতে পড়ার আগেই তারা আলাদা হয়ে যায়।

কি কারণে এই লড়াই তা জানা যায়নি। মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিও এখনো পর্যন্ত ৫ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে। সবাই এই লড়াইয়ের বিজেতা জানার জন্য আগ্রহ প্রকাশ করলেও জানা যায়নি। আপনি এই অতিসুন্দর ভিডিওটি মিস করবেন না কিন্তু তাড়াতাড়ি দেখে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার এই ভিডিও।