গাছের মগডালে উঠে সঙ্গম করছে দুই চিতাবাঘ, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও
আমরা সকলে বাঘ দেখার জন্য বেশ অনেক জায়গায় যায়। কিন্তু বাঘ দেখতে পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। বাঘ একটি স্তন্যপায়ী প্রাণী। বাঘ তার প্রজাতির বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী প্রাণী। এটি তিব্বত, শ্রীলংকা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বাদে এশিয়ার অন্যান্য সমস্ত অঞ্চলে পাওয়া যায়। এটি ভারত, ভুটান ও নেপালে বিপুল সংখ্যায় দেখতে পাওয়া যায়।
ভেবে নেবেন আপনার ভাগ্য খুবই ভালো যদি আপনি ঘুরতে গিয়ে বাঘের মেটিং দেখতে পান। এই বাঘ দেখার জন্য আপনার প্রচন্ড ধৈর্যের প্রয়োজন। কিন্তু আপনার যদি সহজেই বাঘ দেখতে চান তাহলে বান্ধবগড়ের জঙ্গলের থেকে আর কোনো ভালো জায়গা নেই। এই বান্ধবগড়ের জঙ্গলে লেপার্ড ঘোরাফেরা করতে প্রায়শই দেখা যায়। মধ্যপ্রদেশের এ জঙ্গল বাঘ এর জন্য স্বর্গের মত। এই বান্ধবগড়ের টাইগার রিজার্ভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে এই ভিডিওটাই নাকি এক ঘন্টায় এক লাখের ওপর ভিউ আসছে।
মধ্যপ্রদেশের টাইগার ফাউন্ডেশন সোশ্যাইটি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলেন। এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই বেশ তাড়াতাড়ি ভিউ আসতে শুরু হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটো চিতা গাছের ওপর চড়েছে। তারপরে সেই ডালেই তারা মেটিং বা সঙ্গমে ব্যস্ত হয়ে পড়ে। 30 সেকেন্ড ধরে ভিডিওটি দেখানো হয়েছে। এই ভিডিওটি যিনি তুলেছিলেন তিনি বেশ শান্ত ভাবে কাজ করলেও পুরুষ চিতা তা বুঝতে পারে। ভিডিওতে দেখা গেছে যে পুরুষ চিতা ক্যামেরার দিকে বেশ কিছুক্ষণের জন্য সোজা তাকিয়ে রয়েছে। এই ভিডিওটি আপলোড এর কিছুক্ষণ পরেই ভিডিওটিতে 40 হাজারেরও বেশি মানুষ লাইক ও হাজারেরও বেশি মানুষ শেয়ার করেন।