×
VideoViral Video

Beautiful, লেজ দিয়ে হৃদয় বানিয়ে রাস্তার মাঝে প্রেম নিবেদন দুই বিড়ালের, ব্যাপক ভাইরাল ভিডিও

আজ একপ্রকার বাঙালির ভ্যানেলটাইন্স ডে। ঠিকই ধরেছেন সরস্বতী পুজো মানেই বিদ্যালয় থেকে কলেজ সবেতেই থাকে একটা প্রেমের ছোঁয়া। শাড়ি ও পাঞ্জাবিতে প্রথমবার চোখে চোখ রাখলেই শুরু হয়ে যায় সম্পর্কের টালবাহানা। আর তার আগে সোশ্যাল মিডিয়াতে প্রেম নিবেদন হবে না তা আবার হয় নাকি। যে কারণে সোশ্যাল মিডিয়াও কার্যত সময়ের সাথে সাথে ভাইরাল বিষয়বস্তু তুলে আনতে শিখে গেছে বলাই যায়।

Beautiful, লেজ দিয়ে হৃদয় বানিয়ে রাস্তার মাঝে প্রেম নিবেদন দুই বিড়ালের, ব্যাপক ভাইরাল ভিডিও -

বিড়াল (Cat) পুষতে যেমন কিছু মানুষ ভালোবাসেন ঠিক তেমনই বিড়ালের কার্যকলাপ সবাইকে মজিয়ে তোলে। ঠিক যেমনটা হয়েছে সম্প্রতি ভাইরাল এই ভিডিওর ক্ষেত্রে। শুরুতে ক্যামেরার সামনে দেখা গেল একটি সাদা-কালো বিড়াল দাঁড়িয়ে আছে। তবে তার লেজটা কিন্তু বেশ অন্যরকম। ধীরে ধীরে এবার সে সামনের দিকে এগিয়ে গেল।

Beautiful, লেজ দিয়ে হৃদয় বানিয়ে রাস্তার মাঝে প্রেম নিবেদন দুই বিড়ালের, ব্যাপক ভাইরাল ভিডিও -

অন্যদিক থেকে একটি ধূসর রঙের বিড়ালকে এগিয়ে আসতে দেখা গেল। দুটি বিড়াল সামনাসামনি দাঁড়িয়ে নিজেদের লেজ দিয়ে তৈরি করেছে ‘হৃদয়’ বা লাভ চিহ্ন। বিড়াল দুটি নিশ্চয়ই এর মানে বোঝে না তবে আমরা বুঝতেই পেরেছি। বহু নেটিজেন মজেছেন বিড়াল দুটির এই দুর্দান্ত কার্যকলাপে।

‘GSCR_Project Channel’ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত৬.৬ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। কেউ বলেছেন -‘অসাধারণ’ তো কারোর বক্তব্য -‘বিড়াল দুটি মানুষের থেকেও কিউট ও সুন্দর’। কেমন লাগলো বিড়ালদের এই ভালোবাসার সাইন দেখে জানাতে ভুলবেন না।