VIRAL VIDEO: দেখা গেল দুই বিশালাকার সাপের শঙ্খদৃশ্য, বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও
সাপের শঙ্খ লাগা দেখার জন্য বহু মানুষের ভিড় জমেছে

সোশ্যাল মিডিয়া ঘাটলে এখন সাপের ভিডিও দেখা যাবে অহরহ। সাপ (Snake) এমন একটা প্রাণী যাকে দেখে ভয় পায় সকলেই। তবে বর্তমানে বড় বড় সাপ নিয়ে এখন ইনস্টাগ্রাম রিল (Instagram Reel) বানাতে দেখা যায়। তবে এই মুহূর্তে যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি হতবাক হবার সামিল। যেখানে একটি খোলা জায়গায় দুটি বিশালাকার সাপের মধ্যে শঙ্খ লাগা অর্থাৎ যৌন মিলন দেখা গেল।
ভিডিওতে দেখা গেল, দুটি সাপের শঙ্খ লেগেছে খোলা আকাশের নিচে। শঙ্খ লাগা ব্যাপারটা জানেন তো? সাপের যৌন মিলনকে বলা হয় শঙ্খ লাগা। বছরের বিশেষ সময়ে সাপেদের শঙ্খ লাগে। যে কারণেই এই ভিডিওটি ঠিক সেই সময়ে ক্যামেরা বন্দী করা হয়েছে। সাপের শঙ্খ দেখার জন্য বহু মানুষের ভিড় জমেছে। একটি গামছা বিছিয়ে দেওয়া হয়েছে যাতে সাপ দুটি ওই গামছাটির মধ্যে উঠে গিয়ে মিলনে উদ্দীপিত হয়।
‘Natasha Ghosh’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ৯ বছর আগে আপলোড করা হয়েছিল। এখন পর্যন্ত ৪৮ লাখ মানুষ দেখে নিয়েছে সেই দুর্দান্ত সাপের ভিডিও। তার সাথেই ১০ হাজারের বেশি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। চটপট দেখে নিন সাপেদের শঙ্খ লাগার এই বিরল দৃশ্য।