×
VideoViral Video

উলটপুরাণ! কচ্ছপের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে কুকুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে(Social Media) এমন কিছু সুন্দর ও মন ভালো করা দৃশ্য দেখা যায় যা ভোলার নয়। আসলে ইন্টারনেট আমাদের পৃথিবীকে খুব ছোট করে দিয়েছে। যে কারণেই এই ধরণের অজানা ও নাদেখা দৃশ্য ফুটে ওঠে নিমেষেই। সচরাচর কচ্ছপ (Tortoise) -কে দেখা যায় না খেলা করতে। তবে এবার তেমনই একটি বিরল দৃশ্য ভাইরাল (Viral) হয়ে উঠেছে ইউটিউবের মাধ্যমে।

উলটপুরাণ! কচ্ছপের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে কুকুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

যেখানে দেখা যাচ্ছে, একটি কচ্ছপ রীতিমতো দ্রুত বেগে একটি সারমেয়কে তাড়া করছে। হ্যাঁ কচ্ছপ দ্রুত হাঁটছে তা শুনলেও অবিশ্বাস্য লাগে তবে এমনটাই ঘটেছে এই ভিডিওতে। আসলে সারমেয় ও কচ্ছপটি হয়তো প্রথমবারের জন্য একই বাড়িতে এসেছে। যার ফলে কচ্ছপটা সারমেয়কে দেখেই বারংবার তাড়া করছে। শুধু তাই নয় সারমেয়টি রীতিমতো ভয় পেয়ে পালিয়ে চলেছে।

উলটপুরাণ! কচ্ছপের ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে কুকুর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

প্রথমে দেখে মনে হবে হয়তো দুজনে খেলা করছে। কিন্তু একটি সুইমিং পুলের পাশে, ফুল গাছের পিছনে পালাচ্ছে সারমেয়টি। আর কচ্ছপ খুব দ্রুত তাকে তাড়া করেই চলেছে। আবার সারমেয়টি একসময় কচ্ছপের কাছে এসে গন্ধ শুকতে থাকে। তবে হয়তো সঠিক ধারণা করতে পারেনি সে। কিন্তু দুর্দান্ত মজাদার এই দৃশ্য দেখে নেটিজেনদের ভালো লেগেছে তা এককথায় বলা যায়।

ভিডিওটি বেশ অনেক বছরের পুরোনো। কিন্তু নতুনভাবে সোশ্যাল মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে। ‘SteveCH’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১৪ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১৩ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট তো আছেই। সুন্দর এই ভিডিওটি যদি দিনের শুরুতে দেখেন অবশ্যই দুর্দান্ত কাটবে আপনার দিন তা বলার অপেক্ষা রাখে না।