VideoViral Video

টিপ টিপ বর্ষা পানি, দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ দুই সুন্দরী যুবতীর, প্রশংসায় ভারাচ্ছেন নেটিজেনরা

Advertisement
Advertisements

‛টিপ টিপ বর্ষা পানি’ (Tip Tip Barsha Paani) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) দুই সুন্দরী যুবতী। দুর্দান্ত বেলি ডান্সের জাদুতে মাত দিয়েছেন তারা। প্রত্যেকটি মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে। আর সেটির বিকাশ ঘটে সময়ের সঙ্গে সঙ্গে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু প্রতিভাই উঠে আসে বিশ্বের দরবারে। দেশের হোক বা বিদেশের সব জায়গাতেই মেয়েরা আজ এগিয়ে। আর তাইতো তাদের প্রতিভার বিকাশ ঘটে সর্বত্র।আগে বিদেশ বিভুঁইয়ে এই নাচের প্রচলন বেশি থাকলেও এখন দেশেও এই নাচের প্রচলন অধিক পরিমাণে।

টিপ টিপ বর্ষা পানি, দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ দুই সুন্দরী যুবতীর, প্রশংসায় ভারাচ্ছেন নেটিজেনরা

তবে বলে রাখা ভালো যে, এই নাচের বিষয়বস্তু কেবল গানের তালে পেট নাচানো নয়। পাশাপাশি গানের ছন্দে নাচের মাধ্যমে গানের অর্থ বোঝানো। ওই দুই যুবতীর একজনের পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি ও জাম রঙের ব্রালেট। অন্যদিকে আরেকজন যুবতীর পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি ও গোলাপি রঙের স্লীভলেস ব্লাউজ। ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেদের ভঙ্গিমায় নেচে চলেছেন তারা। ডিম্পল পাল নামের এক যুবতীর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে নেট মাধ্যমে।

অসাধারণ নাচের ভঙ্গিমায় ওই দুই যুবতী নেচে রীতিমতো তাক লাগিয়েছেন সবাইকে। তাদের কোমরের ঠুমকায় মন মজেছে সবারই। ইতিমধ্যেই তাদের নাচের ভিডিও (Dance Video) বহু মানুষ দেখে ফেলেছেন। এমনকি কমেন্ট করেছেন হাজারের বেশি মানুষ। তার মধ্যে কেউ লিখেছেন যে – নাইস। কেউ লিখেছেন সুপার। আবার কেউ আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। সম্প্রতি ওই দুই যুবতীর নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।