VideoViral Video

মানুষ ভর্তি বাসে উঁকি বাঘ মামার, দেখে হাড়হিম যাত্রীদের, ভাইরাল ভিডিও

জঙ্গল সাফারিতে গিয়ে বাঘের মুখোমুখি হলেন যাত্রীরা! মুহূর্তে ভাইরাল (Viral) হাড়হিম করা ভিডিও (Video)। বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই চিড়িয়াখানা মজার একটি জায়গা। যেখানে গেলে নানান প্রাণীদের দেখা মেলে। পাশাপাশি দেখা যায় তাদের হরেক রকম কান্ড কারখানা। আর তাদের এই মজার কীর্তি কলাপ দেখে আনন্দ পায় সকলে। তবে, এই মজা যে কখন সাজা হয়ে দাঁড়াবে তা নিজেরাও বুঝতে পারবেন না।

 

সম্প্রতি নেটমাধ্যমে তেমনই একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, চিড়িয়াখানায় জঙ্গল সাফারিতে গিয়ে বাঘের দর্শন পেয়েছেন কিছু ভ্রমণ যাত্রী। তাও আবার একটি নয় একসঙ্গে তারা বেশ কয়েকটি বাঘের দেখা পেয়েছেন। প্রথমদিকে একসঙ্গে এতগুলি বাঘকে দেখে তারা বেশ আনন্দই পাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ যেন ভয়ে পরিণত হয়ে যাচ্ছিল। কিন্তু কেন সেটা ভিডিওটি দেখলেই স্পষ্ট দেখতে পাবেন।

ওই ভিডিওতে (Video) স্পষ্ট দেখা যাচ্ছে যে, বাসটি এগোতেই বাঘগুলি কৌতূহলী হয়ে ওঠে। এমনকি বাসের সামনের দিকে পা তুলে উঁকি ঝুঁকি মারতে থাকে। কিন্তু যেহেতু বাসটিতে খাঁচা বসানো তাই বাঘগুলি কিছুই করতে পারেনি। তবে, বাঘের উঁকি দেওয়ার বাসের ভিতর বসে থাকা যাত্রীরা একপ্রকার ভয়ই পেয়েছেন। শুধু কি তাই তারা রীতিমতো চিৎকার করে উঠেছেন। যদিও বাঘটি শেষপর্যন্ত কোনো কৌতূহল দেখায়নি।

আর তারপর ধীরে ধীরে বাস চালকটি ওই স্থান পরিত্যাগ করতে থাকে। এক মহিলার টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ৮৩ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পাতায় চোখ রাখলে কখন যে কি উঠে আসে তা আমরা নিজেরাও জানি না। আর তারমধ্যে কিছু ঘটনা যেমন হাসায়, কাঁদায় তেমনই কিছু ঘটনা আবার হৃৎস্পন্দন বাড়ায়। আর এটাও তেমন একটি ঘটনা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।