
আজ জামাইষষ্ঠী। জামাই আদর খাওয়ার দিন শুধু একদিন বললে ভুল হবে। কার্যত বছরভর চলতেই থাকে। ১৪ রকমের মেনু সাথেই আম, জাম, কাঁঠালের সমাগম। অনেকের মতেই জামাইষষ্ঠীতে এতো ধুমধাম হলে বৌমাষষ্ঠীতে হয় না কেন? তা যদিও একান্ত ব্যক্তিগত ও বিস্তর বিতর্ক সৃষ্টিকরা একটি বিষয়। তবে বাঘেদের জামাইবাবুও যে সমাজে পুরুষের মতোই চোখ রাঙিয়ে নিজের খাবার নিয়ে যেতে পারে তা এবার এক ভিডিও থেকে স্পষ্ট সামনে এসেছে।
ভাইরাল (Viral) হয়েছে ভিডিও, যেখানে একটি হরিণ (Deer) শিকার করেছে একটি বাঘ (Tiger)। জ্বলজ্যান্ত একটি হরিণ আছে তার মানে বাঘ কার্যত মহা আনন্দে তার ভুরভোজ করতে পারে। সেই হরিণ রেখে কিছু সময়ের জন্য দূরে চলে যায় সে। তখনই উল্টো দিক থেকে এসে উপস্থিত হয় এক বাঘিনী (Tigress)। বিনা লড়াইয়ে এমন একটা মৃত হরিণ দেখে সেও বেশ আনন্দে আধঘানা হোয়ে যায়।
নিজের মুখে বেশ কিছু দূর টেনে নিয়ে যায় সে। ব্যাস সাথে সাথেই আগমন ঘটে সেই বাঘের। কার্যত কোনো দিকে না তাকিয়ে বাঘিনীর উপরে ঝাঁপিয়ে পরে সে। বাঘিনী প্রথম দিকে লড়াইয়ের চিন্তা করলেই পুরুষ শাসিত সেই সমাজের মতো আস্তে আস্তে শুকিয়ে যায়। এক সময় পুরোপুরি চুপ হয়ে যায় বাঘিনী। আর সেই বাঘ তার সামনে দিয়ে মৃত হরিণটিকে নিয়ে যায়। অগত্যা বাঘিনীর দেখা ছাড়া আর কোনো কাজ সেখানে ছিল না।
ভাইরাল ভিডিওটি ‘Latest Sightings‘ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে ১০ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষ বেশ মজা উড়িয়েছেন এই ভিডিওর। কেউ কমেন্টে লিখেছেন -‘জঙ্গলও দেখছি আমাদের সমাজের থেকে কিছু কম নয়’। দ্বিতীয় জন লিখেছে -‘এই হচ্ছে আসল স্বামী যে তার স্ত্রীকে ভয় পায় না’। আপনিও তাহলে জামাইষষ্ঠীর এই মুহূর্তে ভিডিটি দেখে উপভোগ করুন।