Viral Video

মুহূর্তেই মধ্যেই আস্ত একটি হরিণকে শিকার করলো হিংস্র বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বর্তমানে পশু থেকে পাখিদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পর্দায়। যে কারণে টিভি, রেডিও থেকে অনেক আগে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। এক ক্লিকেই কার্যত আপনার সামনে মনের মতন কনটেন্টের লম্বা লিস্ট খুলে যায়। আমাদের মনকে ভালো লাগায় বিভিন্ন পশুদের ভিডিও। তবে তাদের লড়াইয়ের ভিডিও দর্শকদের সবথেকে বেশি আকর্ষিত করে থাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখলে হাড় হিম হয়ে যাওয়ার সামিল। বাঘ থেকে সাপ, পিঁপড়ে থেকে নেউল কার্যত সবাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জবরদস্ত লড়াই করছে।

মুহূর্তেই মধ্যেই আস্ত একটি হরিণকে শিকার করলো হিংস্র বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতেই দেখা গেল, খাবারের খোঁজে চিতা বাঘ ও সিংহের মধ্যে ব্যাপক লড়াই। রাতের অন্ধকারে একটি চিতাবাঘ গাছের উপরে লুকিয়ে ছিল। চিতা বাঘটি আগে থেকে লড়াইয়ের আন্দাজ পেয়েই গাছের উপরে উঠে যায়। সিংহটিও একসময় গাছের উপরে উঠে যায়। তাই গাছের উপরেই এই দুই সাংঘাতিক প্রাণীর লড়াই দেখে হাড় হিম হয়ে গেছে দর্শকদের। এরপরেই দেখা যায় দুটি ছোট প্রাণীর লড়াই। ঘাসের মধ্যে থাকা ঘাস ফড়িং ও তারই সমগোত্রীয় একটি পোকা যার নাম প্রেয়িং মন্টিস বা ঘাস পোকা বলে থাকেন।

মুহূর্তেই মধ্যেই আস্ত একটি হরিণকে শিকার করলো হিংস্র বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

তবে দর্শকদের সবথেকে ভালো লেগেছে, সিংহ এবং জলহস্তীর লড়াই। বনের রাজাকে কিভাবে ভয় দেখিয়েছে বড়ো শরীরের জলহস্তী তা নিছকই ভিডিও না দেখলে বোঝা সম্ভব হবে না। চিতা ও হায়না, নেউল ও ব্ল্যাক মাম্বা কিংবা নেউলের সাথে কোবরার লড়াই ও দেখলে আপনার লোম খাড়া হয়ে যেতে বাধ্য। একটি ভিডিওর মধ্যেই কিন্তু মোট ১০টি মন মাতানো লড়াই দেখা গেছে।

মুহূর্তেই মধ্যেই আস্ত একটি হরিণকে শিকার করলো হিংস্র বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

‘Smithsonian Channel’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২ বছরের মধ্যে এই ভিডিওতে এখনও পর্যন্ত ২৫ লক্ষর বেশি ভিউজ ছারিয়ে গেছে। সাথেই সবাই একবার নয় বারংবার দেখছেন এই ভিডিওকে। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন ও কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান।

কভারে ব্যবহৃত ছবিটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।