×
VideoViral Video

অবিকল মানুষের মতো স্কুল ড্রেস পরে পড়াশোনা করছে তিন বাঁদর ছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাঁদর ছানা সম্পূর্ণ মানুষের মতো পড়াশুনা করছে এই দৃশ্য ভাবা যায় বলুন তো? তবে এই যুগে যা ভাবা যায় না সেটাই তো প্রতিবার হয়ে থাকে। তাই বাঁদর যে মানুষের মতোই পড়াশুনা করবে তা দেখে অত্যাধিক চমকানোর কিছু নেই। সম্প্রটি ইউটিউবের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে সম্পূর্ণ নতুনত্ব এক ভিডিও। যা সামনে আসতেই নেটিজেনদের মন গলেছে।

অবিকল মানুষের মতো স্কুল ড্রেস পরে পড়াশোনা করছে তিন বাঁদর ছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মহিলা রীতিমতো তিনটি বাঁদর ছানাকে পড়াশুনা করাচ্ছেন। সম্পূর্ণ সন্তানের মতোই বোর্ডের মধ্যে লিখে সে কিছু শেখাচ্ছে বাঁদর গুলিকে।  তবে তাদের তিন জনের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সেটা দেখলেই বোঝা যাচ্ছে।

অবিকল মানুষের মতো স্কুল ড্রেস পরে পড়াশোনা করছে তিন বাঁদর ছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

মেয়েটি স্কার্ট ও ব্লাউজ এবং ছেলে দুটি স্কুলের প্যান্ট শার্ট পরেছে। মহিলাটি তাদের সামনে বসে স্লেট পেন্সিল নিয়ে লিখে লিখে পড়াশুনা করাচ্ছেন। তবে বাঁদরের কি আর পড়াশুনায় মন বসে। খাটের মধ্যেই তিন জন এদিক ওদিক লাফালাফি করছে শুধু। মহিলা নিজে হাতে ব্যাগ গুছিয়ে দেন বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এত স্মার্ট বাঁদর দেখে কিন্তু অবাক নেটিজেনরা।

‘মলি মাঙ্কি’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ৫ মাস আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৬৩ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই কিউট এই বাঁদরদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। অনেকেই বলেছেন পড়াশুনা করলে হয়তো এই বাঁদর গুলি মানুষদেরও পিছনে ফেলে দেবে। দেখে নিন এই দুর্দান্ত ভিডিও আর কেমন লাগলো কমেন্ট করে জানান।