VideoViral Video

Viral : অবিশ্বাস্য! নিজের হাতে তৃষ্ণার্ত কোবরা সাপকে জল খাওয়ালো যুবক, তুমুল ভাইরাল ভিডিও

‘জলের অপর নাম জীবন’, জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই জীবনের শুরু থেকে শেষ ‘জল দান অর্থাৎ জীবন দান’ বলেই অভিহিত করা হয়ে থাকে। রাস্তা ঘাটে কোনো সময় দরকার পড়লে অচেনা কোনো ব্যক্তির কাছে জল চাইলেও মানবতার খাতিরে জল দিয়ে সাহায্য করে। এখনও রাস্তা ঘাটে এমন কিছু মানবিক দুনিয়া ও সমাজের পার্থক্যর জন্য এই ধরণের দৃশ্য না দেখাই স্বাভাবিক। তবে এবার কিন্তু ঠিক তেমনই এক কিং কোবরাকে (King Cobra) জল খাওয়ানোর ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বন্ধ ঘরে একটি যুবক প্রবেশ করলো। তার হাতে রাখা আছে একটি জলের ক্যান। সেই ক্যান খুলে জল ঢালতে থাকলো। তার সামনেই ছিল কিং কোবরা। কোবরা সাপটি এবার আসতে আসতে ফণা তুলে উঠে দাঁড়ালো। সেই দাঁড়ানো অবস্থাতেই কার্যত সাপটি ৫ ফুট লম্বা। তাহলে ভাবুন এই সাপটির সর্বোচ্চ উচ্চতা কত হবে। কার্যত নিজে হাতে কিং কোবরাকে জল পান করিয়ে দিতে এর আগে কেউ কোনোদিন দেখেননি।

এমন ভিডিও দেখে নেটিজেনরা বেজায় হতবাক ও আপ্লুত। যে ব্যক্তি জল পান করাচ্ছে তার নাম চান্দলার। তিনি এখন ওয়াইল্ডলাইফ ইউটিউবার। যিনি এই ধরণের বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন। যে ব্যক্তি জল খাইয়ে দিচ্ছে সাপের থেকে কোনোরকম দূরত্ব রাখেননি। অত্যাধিক গরমে নির্ঘাত সাপটির তৃষ্ণা পেয়েছিলো। আর এই জলের ফলে প্রাণ ফিরে পেলো সেই সাপ তা বলার অপেক্ষা রাখে না।

world_of_snake‘ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মধ্যে দিয়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিওতে ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট করেছেন বহু মানুষ। সেই ব্যক্তির দুর্দান্ত প্রশংসা করেছেন সকল নেটিজেন। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে নিজের মতামত জানাতে ভুলবেন না।