×
OffbeatVideoViral Video

সন্তানের মতো পরম যত্নে বাঁদর ছানাকে দুধ খাওয়াচ্ছে মমতাময়ী মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

পশুপাখিরাও যে হতে পারে মানুষের সন্তান তা হয়তো এ পৃথিবী আগে ভাবেনি। বেশিরভাগ মানুষ তো বাড়িতে সারমেয় পোষেন। বছরের পর বছর ধরে কার্যত সেই ট্রেন্ড চলে আসছে। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন আছে তখন নতুনত্ব কোনো ঘটনা উঠে আসবে না তা কি হয় নাকি। যেমন সম্প্রতি এক মহিলা বানরকে তার সন্তানের মতো করে লালন পালন করছে সেই ভিডিও ভাইরাল হয়ে উঠেছে।

সন্তানের মতো পরম যত্নে বাঁদর ছানাকে দুধ খাওয়াচ্ছে মমতাময়ী মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেল, বানরটিকে কোলে নিয়ে আদর করতে করতে বোতলে করে দুধ খাওয়াচ্ছে সেই মহিলা। নিজের কোলে জড়িয়ে কোনো সময় আদর করছে তো দুধের বোতল কেড়ে নিচ্ছে মজা করে। বানরটি একদম বাচ্চাদের মতো করেই কেঁদে উঠছে সেই সময়। ভিডিওর মধ্যেই একটি বানর নয় আরও একটি বানরকে দেখা গিয়েছে। দেখে মনেই হবে যে সে হয়তো এই ছোট বানরটির মা। তবে মহিলাটি নিজে হাতে যে এইভাবে দায়িত্ব নিয়ে সামলাচ্ছে তা দাগ কেটেছে নেটিজেনদের হৃদয়ে।

মাস খানেক আগে ‘Badri Narayan Bhadra’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। এখনো পর্যন্ত ৬.৭ লাখ মানুষের বেশি দেখে নিয়েছে। সাথেই সবাই সেই মহিলার ব্যাপক প্রশংসা করেছেন। ভিডিওর মাধ্যমেই জানা সম্ভব হয়েছে বানরটির নাম সুন্দ্রি। আপনিও দেখুন অসাধারণ ভালোবাসায় পূর্ণ এই ভিডিওটি আর কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান।