×
VideoViral Video

শিম্পাঞ্জি, বাঘের ছানার সঙ্গে পুল পার্টিতে ব্যস্ত মহিলা, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

পুল পার্টি করতে কে না চায় বলুন তো। জীবনে একবার কার্যত এমন মজা যে কেউ উঠাতে পছন্দ করবেন। কিন্তু মধ্যবিত্তের সাধ্যের বাইরেই বলা চলে এই পুল পার্টি। তবে মানুষ নয় এবার শিম্পাঞ্জি (Chimpanzee), বাঘ (Tiger) ও সারমেয়র (Dog) পুল পার্টি হয়ে উঠেছে ভাইরাল (Viral)। ভাবলেন এমন তিনটি প্রাণী আবার একসাথে পুল পার্টি করছে কিভাবে তাই তো?

শিম্পাঞ্জি, বাঘের ছানার সঙ্গে পুল পার্টিতে ব্যস্ত মহিলা, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের -

Moksha Bybee নামের এক মহিলা যিনি এই অসম দূরত্বের প্রাণী গুলিকে নিজের সন্তানের মতো পোষেন। ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যাচ্ছে পুলের মধ্যে জল নিয়ে খেলা করছে শিম্পাঞ্জি। পাশে তার মালকিন যদিও দাঁড়িয়ে আছে। তার কোলে একটি সাদা বাঘের ছানা ও কালো রঙের পোষ্য। এই তিনজনের সাথে পুলে ভালোই সময় কাটাছিলেন সেই মহিলা।

শিম্পাঞ্জি, বাঘের ছানার সঙ্গে পুল পার্টিতে ব্যস্ত মহিলা, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের -

তবে এখানেই শেষ নয় তার পরে সাদা রঙের আরও একটি সারমেয় যোগ দিলো সেই পার্টিতে। কিন্তু শিম্পাঞ্জি জলের মধ্যে পা ডুবিয়ে বসে ছিল যা সবথেকে পছন্দ হয়েছে নেটিজেনদের। প্রথমবারের জন্য এমন ধরণের পুল পার্টি দেখে সবাই কার্যত চমকে গেছে। সাড়ে পাঁচ লক্ষের থেকেও বেশি ভিউহ ছাড়িয়েছে এই ভিডিওতে।

 

View this post on Instagram

 

A post shared by Moksha Bybee (@mokshabybee_tigers)

সবাই এমন একটা কিউট ও মিষ্টি ভিডিওর প্রশংসায় মেতেছেন সকলে। সবথেকে বেশি সেই মহিলার প্রশংসা করেছেন সকলে। আপনি এই ইনস্টাগ্রামে একাউন্টে আরও ভিডিও দেখতে পাবেন যেখানে তিনি বাঘকে শেখাচ্ছে মানুষের মতো করে সাঁতার কাঁটা কিংবা শিম্পাঞ্জিকে খাবার খাওয়া। আপনিও এই সব ভিডিও দেখুন আর কেমন লাগলো জানান।