রোদ হোক বা বৃষ্টি, কিছুই লাগবে না গায়ে, কাকার অভিনব সাইকেল দেখে অবাক নেটবসী, ভাইরাল ভিডিও

রাস্তা দিয়ে সাইকেল ছুটে চলেছে অথচ এক চিলতে রোদ গায়ে লাগছে সেই ব্যক্তির। এটা কি করে সম্ভব? এমনই অবাক করা সাইকেল দেখে চমকে উঠেছেন সকলে। সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে মানুষের প্রতিভাগুলি চোখে পড়ে। এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। এবারের ভিডিওটি ঠিক তেমনই কিছু নিয়ে তৈরী হয়েছে। প্রখর রোদে মানুষকে সাইকেল চালাতে খুবই কষ্ট করতে হয়। তবে আপনিও যদি চান এই ভিডিওর মতো কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারেন।
ভাইরাল (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লোক রাস্তা দিয়ে সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছেন। তবে একি লোকটির গায়ে রোদ বা বৃষ্টি কিছুই তো লাগবে না। সাইকেলের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে উপরে ছাউনি দিয়েছেন। দিব্যি সেই সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বাঁশ গুলি দাঁড় করিয়ে বেঁধে দিয়েছেন। সাথেই উপরে দিয়েছেন ট্রিপল। দরকারি জিনিসগুলি তিনি সেই বাঁশের সঙ্গে টাঙিয়ে রেখেছেন।
বাঁশ গুলি যাতে রাস্তায় না লাগে সেই কারণে তার নিচে ছোট্ট ছোট্ট চাকা লাগিয়ে দিয়েছেন। সেগুলিও দিব্যি রাস্তায় ঘুরতে থাকবে। ‘টেকনোলজি_ওয়ার্ল্ড_09’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। সবাই কার্যত এমন বুদ্ধির জোরদার তারিফ করেছেন।
View this post on Instagram
এমন সাইকেল দেখে মানুষের চোখ কপালে উঠেছে। অনেকে বলেছেন কিভাবে সে বানালো এই সাইকেল তা বিস্তারিত জানাতে। আবার অনেকের মতেই ফাঁকা থাকার জন্য সাইকেল চালানোর সময় গায়ে বৃষ্টি এসে লাগতে পারে। কিন্তু আপনার কি মতামত এমন অবিশ্বাস্য সাইকেল দেখে। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।