VideoViral Video

নেই আগুন! সূর্যের তাপে ডিমের অমলেট বানালেন সিউড়ির পুচু বাবু, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

ডিম ভাজা তো অনেক খেয়েছেন। ‘সৌর ডিমভাজা’ খেয়েছেন কোনোদিন? ভাবছেন সৌর ডিমভাজা সেটা আবার কি! এই অবিশ্বাস্য জিনিসই সম্ভব করে দেখিয়েছেন সিউড়ির সুভাষ পল্লির বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ওরফে ‘পুচু বাবু’। সূর্যালোকে সরাসরি তাওয়াতে ডিমের ওমলেট করেছেন তিনি। আর সেই সময়ের মুহুর্ত ক্যাপচার করে ফেসবুকে (Facebook) ছাড়তেই কার্যত রাতারাতি ভাইরাল (Viral) হয়ে গেছেন তিনি।

নেই আগুন! সূর্যের তাপে ডিমের অমলেট বানালেন সিউড়ির পুচু বাবু, তুমুল ভাইরাল ভিডিও

ইন্দ্রনীল পেশায় একজন গৃহশিক্ষক। পড়ানোর পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন মজার ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media) আপলোডও করেন তিনি। এত গরমে এবারও তার একটু অন্যরকম ভিডিও বানানোর ইচ্ছা জেগেছিলো মনে। গত ৯ এপ্রিল ওই ‘পুচু বাবু‘ (Puchu Babu) নামের তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে প্রচন্ড রোদে একটি তাওয়া ছাদে গরম হচ্ছে। ৪৬ ডিগ্রি তাপমাত্রায় তাওয়া কতটা গরম হয়েছে তা জানার চেষ্টা করেছেন ইন্দ্রনীল।

নেই আগুন! সূর্যের তাপে ডিমের অমলেট বানালেন সিউড়ির পুচু বাবু, তুমুল ভাইরাল ভিডিও

বেশ কিছুক্ষণ গরম হওয়ার পরে সেখানে একটি ডিম ফাটিয়ে দেন। সম্পূর্ণ গ্যাসের উষ্ণতার মতোই ডিম অমলেট হতে থাকে। বিনা গ্যাসে সম্পূর্ণ এই নিখরচায় এমন ডিমের অমলেট কিন্তু বানানো যেতেই পারে। ইন্দ্রনীলের মতে, কারোর কাছে ৪-৫ ঘন্টা সময় থাকলে সকলেই বানিয়ে নিতে পারেন এই বিনা আগুনের ডিমভাজা।’

নেই আগুন! সূর্যের তাপে ডিমের অমলেট বানালেন সিউড়ির পুচু বাবু, তুমুল ভাইরাল ভিডিও

৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিয়ো তৈরি করতে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লেগেছে ইন্দ্রনীল বাবুর। সাথেই যোগ করেছেন, ‘প্রচন্ড গরমে ভালোলাগছিলো না। তাই নতুনত্ব এই আইডিয়া থেকেই বানিয়ে ফেললাম ‘সৌর ডিমভাজা’। ভিডিওটি ইতিমধ্যেই ২ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। এরপরেই ভিডিয়োর জনপ্রিয়তা দেখে ১৬ এপ্রিল বিনা তেলে বিনা আগুনে সিউড়ির রোদেই পপকর্নও বানিয়েছেন তিনি। মঙ্গলবারই বানিয়েছেন বিনা আগুনের চা। এবার যে ভাত আর মাংসর পালা বাকি সেই নিয়েও অনেকেই ঠাট্টা চালিয়েছেন কমেন্ট বক্সে।