Viral : অবাক কাণ্ড! মাঝ নদীতে বাইক চালাচ্ছে যুবক, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

Viral : নদীর মধ্যে বাইক চালাতে পারবেন? সাধারণত সকাল সকাল এমন প্রশ্ন যে কেউ করলে প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনার সাধারণ থাকবে না। তবে বিজ্ঞানের জোরেই বলুন আর ম্যাজিকের খেলা এবার নদীর মধ্যে দিয়ে গড় গড়িয়ে চলেছে এক বাইক এমন ভিডিওই কার্যত ভাইরাল (Viral) হয়েছে। যে ভিডিও ইতি মধ্যেই ব্যাপক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে (Social Media)। বাঁশের একটা সেতু সেটি নেমে মিশে গিয়েছে নদীতে। আর এক যুবক নিজেই বাইকের উপর চেপে কার্যত তরতড়িয়ে সেই নদীতে নেমে গেল।
মাথায় হেলমেট, পিঠে ব্যাগ ও খালি পা। বাইক চালু করলেন তার পরই সেই বাইক নিয়ে সটান নেমে পড়লেন নদীতে। ঠিক যেমন ভাবে রাস্তা দিয়ে বাইক চালান, সেই ভাবেই বাইক চালিয়ে মাঝনদীতে পৌঁছে গেলেন তিনি। বেশ কিছুটা পথ ঘুরে গিয়ে অনেক দূরের একটা জেটিতে বাইক নিয়ে উঠে যেতেও দেখা গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি করে সম্ভব? নদীর মধ্যে দিয়ে কি তাহলে সত্যি বাইক চালানো যায়?
অনেকেই বলেছেন এটা নাকি কোনো নদী না, বরং অল্প জল এসে সেখানে ভরে উঠেছে। ‘MotorOctane‘ নামের একটি টুইটার (Twitter) একাউন্ট থেকে এই ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “ইচ্ছা থাকলে উপায় হয়, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। এ ভাবে বাইক চালানোর কথা কখনও ভাববেন?” এতক্ষনে যদিও ৭ লক্ষের মতো মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।
Watch Full Viral Video
The perfect example of “Where there is a will there’s a way”
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt— MotorOctane (@MotorOctane) April 6, 2023
তবে কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এই কাজটি করলেন সেই যুবক। কেউ লিখেছেন -‘প্রতিদিনের রুটি জোগাড় করতে কিছু কিছু মানুষ যে কতটা ঝুঁকি নেয় আমরা ভাবতেও পাড়ি না’। আপলোড করা ভিডিওর টুইটার একাউন্ট থেকেই জানানো হয়েছে, ‘আগে থেকেই যে পথে সেই যুবক বাইক চালাবেন তা ঠিক করা ছিল’। সেটা দেখেই সবাই ভিডিও সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারছে।