×
OffbeatVideoViral Video

নিজের মুখের বড় আকৃতির ডিমকে মূহুর্তে গিলে নিল এই ছোট্ট সাপ, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

নিজের মুখের থেকে বড় ডিমকে মুহূর্তেই গিলে খেলো বিষধর সাপ, দেখে তাজ্জব নেটদুনিয়া

Viral Video Of Snake: সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে নানান অবাক ঘটনা ভাইরাল হয়। যা কখনও আনন্দ দেয় আবার যা কখনও অবাক করে তোলে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন মানুষজন। নিজের মুখের থেকে বড় ডিমকে মুহূর্তেই গিলে খেলো বিষধর সাপ। আমরা মানুষেরা অনেকেই মুখের চেয়ে বড় রসগোল্লা বা ফুচকাকে খেয়ে থাকি।

তবে, এক্ষেত্রে সাপেরাও কিছু কম যায় না। তারা যে মানুষের সঙ্গে রীতিমতো টেক্কা দিতে পারে তা এই ঘটনাটি প্রমান করলো। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, সাপটি কোনো কোবরা বা পাইথন নয়। সাধারণ একটি সাপ। আর তাতেই আস্ত একটি ডিম নিমেষেই গিলে খেয়ে নিয়েছে। তবে ডিমটি যে কিসের তা বোঝা যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও একেবারেই হাল ছাড়েনি সাপটি।

মুখের তুলনায় বড় একটি ডিমকে নিমেষেই সে মুখে পুরে নিয়েছে। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) আসতেই নেটিজেনরা রীতিমতো তাজ্জব হয়ে গেছেন। যদিও এই ঘটনা নতুন নয়। এমনই অনেক অবাক করা ঘটনাই প্রতিনিয়তই ভাইরাল হয়। ‛ World Of Snake’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।