OffbeatVideoViral Video

ভিড় প্লাটফর্মে হঠাৎ উদ্দাম নাচ, যুবতীর কান্ড দেখে অবাক যাত্রীরা, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

জনপ্রিয় হিন্দি গান ‘Saat Samundar Paar’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) এক যুবতী। স্টেশনের মধ্যেই নেচে চলেছে ওই যুবতী। একসময় এই গানে নেচে রীতিমতো তাক লাগিয়েছিল দিব্যা ভারতী। সম্প্রতি সেই একই গানে নেচে সোশ্যালে ভাইরাল হল এক যুবতী। তাঁর পরণে রয়েছে নীল রঙের জিন্স ও টপ। পায়ে স্নিকার্স। মুখে মাস্ক এঁটে নিজের মনে নেচে চলেছে সে। তবে, এটা নতুন কিছু নয়। মাঝে মধ্যেই এই যুবতীকে দেখা যায় প্লাটফর্মে দাঁড়িয়ে নাচ করতে।

আর যা হু হু করে ভাইরালও (Viral) হয় বৈকি। সম্প্রতি ওই যুবতী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেল থেকেই এই ভিডিওটি (Video) শেয়ার করেছেন নেট মাধ্যমে। প্রোফাইল তাঁর নাম হিসেবে দেওয়া রয়েছে সহেলি রুদ্র (Saheli Rudra)। এমনকি তাঁর বায়ো তে নিজেকে একজন ইনফ্লুয়েনসার হিসেবে দাবিও করেছেন ওই যুবতী। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলও রয়েছে। তাঁর প্রোফাইল ঢুঁ মারলেই বোঝা যায় যে, ওই যুবতী কতটা রিলস প্রেমী। তাঁর প্রোফাইল রয়েছে একের পর এক রিল ভিডিও। ইতিমধ্যেই তাঁর এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।

আজকালকার সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি সকলেই ইন্সট্রাগ্রামে (Instagram) রিল বানায়। সকলেই গানের সঙ্গে এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেয় যে তাঁরা কতটা পটু এই বিষয়ে। এই যুবতীকে মাঝে মধ্যেই কখনও শপিং মলে আবার কখনও প্লাটফর্মে আবার কখনও ভিড় বাজারেও দেখা যায় নেচে রিল ভিডিও বানাতে। এমনকি বহু মানুষই তাঁদের প্রতিভা এভাবেই তুলে ধরে সকলের সামনে। সম্প্রতি ওই যুবতীর নাচের (Dance) ভিডিও (Video) হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।