VideoViral Video

গোল নয়, চৌকো চাকায় সাইকেল চালাচ্ছে যুবক! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

এ যেন গল্পের গরু গাছে ওঠার মতো গল্প! বিজ্ঞানের যুগে প্রতিদিন মাথা খারাপ করা আবিষ্কার তো আছেই। তবে বিজ্ঞানীরা যে শুধু আবিষ্কার করবে তা নয়। এবার কার্যত এমনই এক আবিষ্কার (Invent) দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সাইকেল তো অনেক ধরণের দেখেছেন। তবে বর্গাকৃতি বা চৌকা সাইকেলের চাকা হয়তো এর আগে দেখেননি আপনারা।

গোল নয়, চৌকো চাকায় সাইকেল চালাচ্ছে যুবক! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

মাথা ঘুরিয়ে দেওয়া এই আবিষ্কার সামনে আসতেই কার্যত চমকে গেছেন সকলে। এই অসম্ভবকেই সম্ভব করেছেন এক ইউটিউবার। নাম তার ‘দ্যা কিউ’। সোশ্যাল মিডিয়াতে তার নাম আছে বহু আগে থেকেই। উদ্ভব সেসব জিনিস খুব সহজেই বানিয়ে ফেলেন তিনি। এবার দেখা গেল একটি ভিডিওতে সেই বর্গাকৃতি আকৃতির সাইকেলের চাকা তৈরী করতে। যেখানে সেই ব্যক্তি সেই সাইকেল চালিয়েও দেখান।

গোল নয়, চৌকো চাকায় সাইকেল চালাচ্ছে যুবক! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

সাধারণ প্যাডেল করার সাথে সাথেই সেই সাইকেল এগোতে থাকে। তবে গোলাকৃতি চাকার থেকে অপেক্ষাকৃত অনেকটাই কম গতি। কী ভাবে ওই চৌকো চাকার সাইকেল তৈরি করেছেন, সেটিও ইউটিউব (Youtube) ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন ওই ইউটিউবার। অনেকেই এই চৌকো চাকার সাইকেল চালানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন।

গোল নয়, চৌকো চাকায় সাইকেল চালাচ্ছে যুবক! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

একটি গাড়ির থেকেই যে তার এই আইডিয়া এসেছে সেটাও তিনি দেখিয়েছেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে। ‘The Q‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ৬৪ লাখের বেশি মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন। অনেকেই কার্যত সেই ব্যক্তিকে ‘জাদুগর’ বলেছেন। আপনি চালাবেন নাকি এই বর্গাকৃতি চাকার সাইকেল? ঝটপট কমেন্ট করে জানান আমাদের।