অবিকল মাইকেল জ্যাকসনের স্টাইলে নেচে তাক লাগালো রঙিন রঙের হাঁস, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video Of Colorful Duck: একেবারে মাইকেল জ্যাকসনের স্টাইলে নেচে তাক লাগালো একটি হাঁস! মুহূর্তে ভাইরাল ভিডিও (Viral Video)। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। এমনকি মানুষজন তাদের প্রতিভাকেও এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিশ্বের দরবারের কাছে তুলে ধরেন।
আর সেই প্রতিভা যদি হয় মনোমুগ্ধকর তাহলে আর তা ভাইরাল (Viral) হতে খুব একটা বেশি সময় লাগেনা। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে কখনও অবাক হতে হয় আবার কখনও সেই পশু পাখিদের প্রশংসা না করে থাকা যায় না। কখনও দেখা যায় কেউ সাপকে বাড়িতে পুষছেন। কেউ আবার সাপকে নিয়ে খেলাধূলা করছেন। আবার কখনও হাঁসকে ম্যারাথনে দৌড়াতেও দেখা যাচ্ছে।
তবে, সম্প্রতি এমন একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে যা সাইবারবাসীর নজর কেড়েছে। ভাইরাল ওই ভিডিওতে কি দেখা যাচ্ছে তা জানেন কি? ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি হাঁস একেবারে মাইকেল জ্যাকসনের (Michael Jackson) স্টাইলে নাচছে। রঙিন ওই হাঁসটিকে দেখতেও বেশ ভালো লাগছে। আর নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন এই ভিডিও দেখে।
Viral Video Of Dancing Duck:
Mandarin duck after watching Michael Jackson pic.twitter.com/nsmwawBgDe
— Susanta Nanda (@susantananda3) March 26, 2022
আই.এ.এস অফিসার সুশান্ত সিং নন্দা (Susanta Singh Nanda) সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ভিডিওটি(Video) শেয়ার করেছেন। আজকালকার দিনে সাধারণ মানুষের মধ্যে বহু রকমের প্রতিভা থাকে। আর সেই প্রতিভা প্রদর্শন করে তারা নজর কাড়ে সকলের। তবে, এখন মানুষের পাশাপাশি পশু-পাখিদের বিভিন্ন কান্ড কারখানাও ভাইরাল হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই হাঁসের নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।