VideoViral Video

দুটি মুখ ও তিনটি চোখ! সদ্যোজাত বাছুরকে দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

Advertisement

আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে কোনো কিছুই আর অজানা থাকে না মানুষের কাছে। দূর দুরান্তের সবকিছুই ভাইরাল হয় নেট মাধ্যমে। আর সেখানেই উঠে আসে বহু মানুষের বহু প্রতিভার সমাহার। কেউ ভালো নাচতে পারেন, কেউ গাইতে পারেন। শুধুমাত্র মানুষই নয় পশু-পাখির নানান ভিডিও (Video) ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি নেটমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অবাক হবেন আপনিও।

দুটি মুখ ও তিনটি চোখ! সদ্যোজাত বাছুরকে দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

ভাইরাল ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, একটি বাছুরের দুটি মাথা ও তিনটি চোখ রয়েছে। সাধারণত আমরা বাছুরের একটি মাথা ও দুটি চোখ দেখে থাকি। তবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বাছুরের দুটি মাথা ও তিনটি চোখ। আবার একজন ব্যক্তি ওই বাছুরটিকে ধরে ফিডিং বোতলে করে দুধ খাইয়ে দিচ্ছে। একেবারে সন্তানের মতো লালন পালন করছে। এমনকি খাওয়ানোর পর মুখও মুছিয়ে দিচ্ছে।

দুটি মুখ ও তিনটি চোখ! সদ্যোজাত বাছুরকে দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

Caters Clips‘ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যেই সাড়ে নয় লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন আড়াই হাজারের কাছাকাছি মানুষ। এখনকার দিনে যেমন মানুষের হাজার একটা ভিডিও ভাইরাল হয় তেমনই বিভিন্ন পশু পাখির ভিডিও ভাইরাল হয়। আর যা সোশ্যাল মিডিয়ায় দৌলতে সারা পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে।

তবে, বাছুরের দুই মাথাওয়ালা যে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে তা সত্যিই খুব বিরল। আর এসব ঘটনা দেখতে মানুষজন বেশ ভালোবাসেন। আর তাইতো বিভিন্ন ব্লগাররা এসব ভিডিওকে ইউটিউবের মাধ্যমে সকলের সম্মুখে তুলে ধরেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও।