আর একটু হলেই ঘটতো বিপত্তি, কোবরা সাপ ধরতে গিয়ে যা ঘটলো ব্যক্তির সঙ্গে! দেখুন ভাইরাল ভিডিও
ঘরের ভিতর থেকে উদ্ধার বিশাল আকৃতির কোবরা সাপ

সাপ উদ্ধারের মুহুর্ত দেখেছেন কোনোদিন? জানি সাপ (Snake) দেখতে অনেকেই পছন্দ করেন না। তবে কিছু ভিডিও কিন্তু আমাদের বিভিন্ন ধরণের শিক্ষা দিয়ে থাকে। আর সোশ্যাল মিডিয়াতে যে এন্টারটেইনমেন্ট এর সাথে শিক্ষাও আছে তা বলা যায়। যেমন সম্প্রতি দেখা গেল একটি কোবরা সাপ (Cobra Snake) উদ্ধারের দুর্দান্ত ভিডিও।
ভিডিওতে দেখা গেল মির্জা মোহাম্মদ আরিফ (Mirza MD arif) নামের এক ব্যক্তি একটি ঘরের মধ্যে থেকে বিভিন্ন আসবাবপত্রের মধ্যে দিয়ে একটি বড়ো কোবরা সাপকে উদ্ধার করলেন। শুধু তাই নয় তার সাথেই আরেকটি ছোট ও মৃত সাপ উদ্ধার করা হয়। যা তাদের দুজনের লড়াইয়ের ফলে মৃত হয়ে গেছে এমনটা মনে করাই যায়।
মির্জা খুব আস্তে প্রথমে সাপটিকে ঘরের থেকে বের করলো। সাথে সাথেই সে পালিয়ে যেতে চায় তবে তার লেজ ধরে ফেলে মির্জা। তারপরে আবার মৃত সাপটিকেও বাইরে নিয়ে আসা হয়। এবার সবশেষে জ্যান্ত কোবরাটিকে একটা বস্তার মধ্যে ভরে নিয়ে চলে যায়। তবে সাপেদের যে কোনোরকম ক্ষতি হয়নি তা দেখে বেশ ভালো বলেছেন নেটিজেনরা।
‘Mirza Md Arif নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সপ্তাহ দুই আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৬০ হাজার মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই কার্যত মির্জার এমন সাহসের প্রশংসায় পঞ্চমুখ। দেখুন এই দুর্দান্ত ভিডিওটি আর কেমন লাগলো অবশ্যই জানান।