Viral VideoVideo

Viral: কুমিরকে কাছে ডেকে হাতে করে মাংস খাওয়ালেন যুবক, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

Viral Video: কথায় বলে ডাঙ্গায় বাঘ আর জলে কুমিরের চেয়ে বেশি বিপজ্জনক আর কোনো প্রাণী নেই। আর তাই সর্বদা এই দুইয়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে হয় প্রাণ। তবে একবার ভেবে দেখুন তো, ভয়ংকর এই প্রাণীকে যদি হাতে করে খাবার খাওয়ানো হয়? কী ভেবেই ঘাবড়ে গেলেন তাইতো? তবে সম্প্রতি কিন্তু ঘটেছে এমনই ঘটনা। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা রাতারাতি ভাইরাল (Viral Video)। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন হাজার হাজার মানুষ। কোথায় ঘটলো এমন ঘটনা? জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে নানান রকমের পশু পাখির ভিডিও। এ ধরনের ভিডিও দেখতে বেশি ভালোবাসেন নেটনাগরিকরা। মাঝেমধ্যেই এমন বেশ কিছু ভিডিও দেখা যায় যেগুলি মন ভালো করে দেয় আমাদের। আবার অনেক ভিডিও দেখে চমকে উঠতে হয়। তবে হিংস্র পশুদের সঙ্গে মানুষের ভিডিও তোলার ট্রেন্ড বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে সামাজিক মাধ্যমে। এবারেও হলো না তার অন্যথা।

HoodFamous Tv নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে তুলে ধরা হয়েছে রোমহোর্ষক এই ভিডিও। ভাইরাল (Viral Video) হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বোটের ওপর বসে আছেন এক ব্যক্তি। হাতে করেই অবলীলায় তিনি কুমিরটিকে খাওয়াচ্ছেন মাছ। যা দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকের। ভিডিওতে দেখা গেল খাবার খাওয়া হয়ে গেলে ওই জায়গা থেকে চলে যায় কুমিরটি।

মাত্র 15 সেকেন্ডের সেই ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। 2022 সালের অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এই ভিডিও। তবে বর্তমানে পুনরায় সেই ভিডিও পেয়েছে প্রাধান্য। ভাইরাল ভিডিওকে (Viral Video) কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ওই টুইটার ব্যবহারকারীর কমেন্ট বাক্সে। একদিকে যেমন কুমিরের আচরণ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা, ঠিক তেমনই ওই ব্যক্তির সাহসের কথা চিন্তা করেও চমকে উঠেছেন।