সবুজ ধানক্ষেত থেকে দুর্দান্ত কায়দায় মাছ ধরলেন গ্রামের সুন্দরী বৌদি, ব্যাপক ভাইরাল ভিডিও
ধানক্ষেত থেকে দারুন কায়দায় মাছ ধরলেন সুন্দরী বৌদি

গ্রামের সৌন্দর্যই হল আসল সৌন্দর্য। দূর থেকে দেখলে মনে হয় শুধুই সবুজে হলুদে ঘেরা যেন অন্য এক পৃথিবী। এমনকি বাংলার অনেক কবিতায় গ্রাম বাংলার অসাধারন রূপ সৌন্দর্য ফুটে ওঠে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এরকমই একটি গ্রামবাংলার দৃশ্য ফুটে উঠল। যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক বৌ মাঠের ভেতর দিয়ে হেঁটে ক্ষেতের আলের কাছে এসে জাল দিয়ে মাছ ধরছেন। এমনকি তাঁর জালে অনেক মাছও উঠেছে। তবে জানতে হয় মাছ ধরার কৌশল। তাই ওই বধূর মাছ ধরার দক্ষতা প্রশংসনীয় হয়েছে নেটদুনিয়াতেও।
এছাড়া ওই বধূ জালে পড়া মাছগুলিকে এক এক করে তুলে জায়গায় রাখছেন। আর তাঁর পরামর্শ, একবার মাছ ধরা হয়ে গেলেও জাল সেখানেই রেখে দেওয়া উচিত, তাতে পরের বার আরো বেশী মাছ ওঠে। এই দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের। তাইতো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল (Viral) হয়েছে।
যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের চোখের সামনে ফুটে ওঠে নানারকম অবাস্তব এবং প্রতিভাবাপন্ন শিল্পীর নানারকম দৃশ্য। স্মার্টফোনের মাধ্যমে আমরা সহজেই ঘুরে আসতে পারি বিশ্বের দরবারে। এখানে বিশ্বের নানারকম মানুষের ওঠা-বসা, নানারকম কীর্তিকলাপ পরিস্ফুটিত হয়ে থাকে। পাশাপাশি দেখতে পাই অনেক বিরলতম দৃশ্যও।টেলিভিশনের থেকেও বেশি জনপ্রিয় এবং বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া (Social Media)। এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওগুলি এখন মানুষের কাছে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।