×
Viral VideoTrending

ছাদের ওপর স্বপ্না চৌধুরীর গানে দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ সুন্দরী বৌদির, ভাইরাল ভিডিও

সুন্দর গানে দুর্দান্ত নাচের ভিডিও দেখতে অভ্যস্ত সকল মানুষ। সুন্দরী যুবতী কিংবা বৌদিদের নাচ দর্শকদের মধ্যে এখন সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। যে কারণেই ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে নাচের ভিডিও দর্শকদের দারুন ভালোলাগে। হরিয়ানভী গানে এবার এক বৌদির দুর্দান্ত শরীরী নৃত্য যা হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। ইনস্টাগ্রামের মাধ্যমে কয়েক সেকেন্ডের এই ভিডিও কার্যত সবার খুব পছন্দ হয়েছে।

ছাদের ওপর স্বপ্না চৌধুরীর গানে দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ সুন্দরী বৌদির, ভাইরাল ভিডিও -

সুন্দরী এই বৌদির নাম নীলু নেহারা। প্রথম থেকেই তার প্রচুর ফ্যান ফলোইং আছে ইনস্টাগ্রামে। যে কারণেই ৮০ হাজারের থেকে বেশি মানুষ তাঁকে ফলো করে থাকেন। ভিডিওর শুরুতেই সবুজ রঙের সালোয়ার কামিজ পরে ছাদের উপর নাচ শুরু করলেন নীলু। পাতলা কোমরের দুর্দান্ত ঠুমকা দেখে ঘায়েল হয়েছেন বহু মানুষ।

ছাদের ওপর স্বপ্না চৌধুরীর গানে দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ সুন্দরী বৌদির, ভাইরাল ভিডিও -

জানেন কোন গানে নাচ করেছেন নীলু? বিখ্যাত হরিয়ানভি নৃত্য শিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhury) বিখ্যাত গান ‘গজবন’ (Gajban)। সেই গানেই নাচ করেছেন নীলু। বলাই বাহুল্য সরাসরি যে স্বপ্না চৌধুরীকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তার এই অসাধারণ নাচের মাধ্যমে। সুন্দর মেকআপ, কানে দুল যেন আরও অপূর্ব করে তুলেছে তাঁকে। গানের প্রতিটা কথার সাথে তার নাচ যেন আরও সুন্দর করে তুলেছে। এককথায় তার হট ডান্স মুভ ও এমন কিছু নাচের মধ্যেই এক্সপেশন যা ভিডিও করে তুলেছে আরও সুন্দর।

এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। তারসাথেই লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে। কেউ লিখেছেন -‘সেক্সি ঠুমকা’। আবার অন্য একজন লিখেছেন -‘জাস্ট ফাটাফাটি সরাসরি স্বপ্না চৌধুরিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন’। দেখুন এই দুর্দান্ত নাচের ভিডিও মন ভরিয়ে তুলবে আপনার অনায়েসেই।